আর্সেনালের জয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার পথ সহজ হলো ম্যান সিটির

৯ এপ্রিল ২০২৫

আর্সেনালের জয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার পথ সহজ হলো ম্যান সিটির

চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ছন্নছাড়া পারফরম্যান্সের কারণে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল ম্যানচেস্টার সিটির। তবে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে গুঁড়িয়ে তাদের সেই পথ সহজ করে দিয়েছে আর্সেনাল। আগামী আসরে ইংল্যান্ড থেকে চারটির বদলে ইউরোপ ক্লাব সেরার আসরে খেলার সুযোগ পাবে মোট পাঁচটি দল।

মঙ্গলবার রাতে ঘরের মাঠে রিয়ালকে ৩-০ গোলে হারায় আর্সেনাল। এই জয়ে ‘উয়েফা কোএফিশিয়েন্ট র‌্যাঙ্কিং – এর শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হয়েছে ইংল্যান্ডের। গত বছর থেকে চালু হওয়া নতুন এই নিয়মে, র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দুইয়ে থাকা দেশের প্রধান লিগ থেকে শীর্ষ চারটির বদলে শীর্ষ পাঁচটি দল চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পায়। এটি ইউরোপিয়ান পারফরম্যান্স স্পট (ইপিএস) নামে পরিচিত।

এই নিয়মে প্রতি জয়ের জন্য দলগুলোকে ২ পয়েন্ট করে দেওয়া হয়। ড্রয়ে জন্য দলগুলো পায় ১ পয়েন্ট। এরপর একটি লিগের সবগুলো ক্লাবের পয়েন্টগুলোকে যোগ করে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্লাব সংখ্যা দিয়ে তা ভাগ করা হয়। এটির মাধ্যমে উয়েফার কোএফিশিয়েন্ট র‌্যাঙ্কিং নির্ধারণ করা হয়।

এতদিন প্রিমিয়ার লিগে চতুর্থ স্থানের জন্য লড়াই করছিল চেলসি, নিউক্যাসল ইউনাইটেড, অ্যাস্টন ভিলার সঙ্গে লড়াই করছিল ম্যানচেস্টার সিটি। তবে এখন চ্যাম্পিয়নস লিগের জন্য প্রিমিয়ার লিগের একটি দল বাড়ায় পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে থাকলেও আগামী আসরে খেলতে পারবে পেপ গুয়ার্দিওলার দল।

প্রিমিয়ার লিগে বর্তমানে ৩১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে চারে চেলসি, ৫২ পয়েন্ট নিয়ে ছয়ে সিটি ও ৫১ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে ভিলা। এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে নিউক্যাসল।

অ্যাস্টন ভিলার জন্য অবশ্য আরও একটি সুযোগ আছে। চ্যাম্পিয়ন্স লিগে এখনও টিকে আছে দলটি। তারা যদি এবারের মৌসুমের চ্যাম্পিয়ন হয় তাহলে প্রিমিয়ার লিগের শীর্ষ পাঁচের বাইরে থাকলেও আগামী চ্যাম্পিয়ন্স লিগে স্বয়ংক্রিয়ভাবে খেলতে পারবে তারা।

একই নিয়ম প্রযোজ্য ইউরোপা লিগের চ্যাম্পিয়ন দলের জন্যও। এই টুর্নামেন্টে ইংল্যান্ড থেকে এখনও টিকে আছে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটনাম হটস্পার। ফলে এই দুই দলের যে কেউ ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হলে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে দেখা যেতে পারে ইংল্যান্ডের সাতটি দলকে।

মন্তব্য করুন: