জোড়া গোল করে মায়ামিকে সেমিতে তুললেন মেসি

১০ এপ্রিল ২০২৫

জোড়া গোল করে মায়ামিকে সেমিতে তুললেন মেসি

প্রথম লেগের ম্যাচে পুরোটা সময় খেলেও দলকে জেতাতে পারেননি লিওনেল মেসি। ঘরের মাঠে ফিরতি লেগের শুরুতেই গোল হজম করে খালি হাতেই বিদায় নেওয়ার শঙ্কা পড়েছিল তারা। কিন্তু সেখান থেকে প্রত্যাবর্তনের দারুণ এক গল্প লিখলেন আর্জেন্টাইন মহাতারকা। তার জোড়া গোলে কনকাকাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে শেষ হওয়া কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে লস অ্যাঞ্জেলেস এফসিকে - গোলে হারায় মেসির দল। গত সপ্তাহে প্রথম লেগে - গোলে হেরেছিল মায়ামি। দুই লেগ মিলিয়ে - গোলের অগ্রগামিতায় শেষ চারে উঠেছে তারা।

নবম মিনিটে গোল হজম করে দুই লেগ মিলিয়ে দুই গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে মায়ামি। ৩৫তম মিনিটে লুইস সুয়ারেসের কাছ থেকে বক্সের একটু বাইরে বল পেয়ে প্রতিপক্ষের একজনকে কাটিয়ে বক্সের ভেতরে ঢুকেই বাঁ পায়ের দুর্দান্ত কোনাকুনি শটে তা জালে জড়ান দলের অধিনায়ক।

অবশ্য এর আগেই দলের হয়ে প্রথমবারের মতো বল জালে জড়িয়েছিলেন মেসি। ৩১তম মিনিটে ফ্রি-কিক থেকে সরাসরি বল জড়ান তিনি। কিন্তু অ্যাঞ্জেলসের গোলকিপার উগো লরিস অন্যরা দাবি করেন, তারা কেউ তখনও প্রস্তুত ছিলেন না। পরে ভিএআর দেখে সেটি বাতিল করে দেন রেফারি।

৬১তম মিনিটে মায়ামিকে ম্যাচে এগিয়ে দেন ফেদেরিকো রেদোন্দো। এরপর ৮৪তম মিনিটে পেনাল্টি থেকে বল জালে জড়িয়ে দুই লেগ মিলিয়ে দলকে প্রথমবারের মতো এগিয়ে দেন মেসি। শেষ পর্যন্ত সেই গোলেই সেমি-ফাইনাল নিশ্চিত হয় মায়ামির।

এর আগে চোট কাটিয়ে প্রথম লেগের ম্যাচ দিয়ে প্রথমবারের মতো মায়ামির শুরুর একাদশের হয়ে মাঠে নেমেছিলেন মেসি। তবে দলের হয়ে তেমন আলো ছড়াতে পারেননি আটবারের ব্যালন ডিঅরজয়ী এই ফুটবলার।

মন্তব্য করুন: