সব জল্পনার অবসান, লিভারপুলেই থাকছেন সালাহ

১১ এপ্রিল ২০২৫

সব জল্পনার অবসান, লিভারপুলেই থাকছেন সালাহ

চলতি মৌসুম শেষে লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল মোহাম্মদ সালাহর। কিন্তু দীর্ঘদিন ধরে ক্লাবের পক্ষ থেকে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে কোনো অগ্রগতি না থাকায় অনেকেই ধরে নিয়েছিলেন অলরেডদের জার্সিতে আর দেখা যাবে না মিশরীয় এই তারকাকে। অবশেষে সব জল্পনা-কল্পনা শেষ হয়েছে। ইংলিশ ক্লাবটিতে আরও দুই বছর থাকছেন সালাহ।

শুক্রবার এক বিবৃতিতে ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ নবায়ন করার কথা জানায় লিভারপুল।

২০১৭ সালে ইতালিয়ান ক্লাব এএস রোমা থেকে লিভারপুলে যোগ দেন সালাহ। তার আগের চুক্তির মেয়াদ শেষ হতো আগামী জুনে। ফলে নতুন মৌসুমে কোনো ট্রান্সফার ফি ছাড়াই ক্লাব ছাড়া সম্ভাবনা তৈরি হয়েছিল এই ফরোয়ার্ডের।

ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করে সালাহ বলেন, “আমি ভীষণ উচ্ছ্বসিত। আমাদের এখন দুর্দান্ত একটা দল আছে। আগে যেমন ছিল, তেমনই এখনো। আমি সই করেছি কারণ মনে করি, আমরা আরও ট্রফি জেতার সুযোগ রাখি এবং আমার ফুটবলটা উপভোগ করতে পারি।

এই ক্লাবেই আমার সেরা সময় কেটেছে। আমি আট বছর খেলেছি এখানে, আশা করি তা হবে দশ বছর। জীবনটা উপভোগ করছি, ফুটবলও উপভোগ করছি।

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন সালাহ। সব প্রতিযোগিতা মিলিয়ে গোল করেছেন ৩২টি। এর মধ্যে ইংলিশ প্রিমিয়ার ২৭ গোল করে সবার আগে আছেন গোল্ডেন বুট জয়ের দৌড়ে। তার দুর্দান্ত ছন্দে লিগ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে আছে লিভারপুল। সাত ম্যাচ বাকি থাকতে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে আছে শীর্ষে আছে তারা।

ক্লাব সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সালাহ বলেন, “আমাদের পাশে থাকুন, আমরা সর্বোচ্চটা দেব। আশা করি, সামনে আরও ট্রফি জিততে পারব।

লিভারপুলের হয়ে এখন পর্যন্ত ৩৯৪ ম্যাচে ২৪৩ গোল করেছেন সালাহ, যা ক্লাব ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। আট বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত দলের সঙ্গে একটি করে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, উয়েফা সুপার কাপ ফিফা ক্লাব বিশ্বকাপ এবং দুটি লিগ কাপ জিতেছেন সালাহ।

গত বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোতে খবর বের হয়, বেশ কয়েক মাসের অচলাবস্থার পর লিভারপুরের সঙ্গে সালাহর নতুন চুক্তি নিয়ে অগ্রগতি হয়। সালাহকে নিতে সৌদি প্রো লিগে বড় অঙ্কের প্রস্তাব দেওয়ার বিষয়টিও সামনে আসে। তবে ট্রফি জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সালাহকেই অন্যতম ভরসা মনে করেছে লিভারপুল।

মন্তব্য করুন: