সৌদির ৫০ কোটি পাউন্ডকে না বলে লিভারপুলকে বেছে নেন সালাহ: বিবিসি

১২ এপ্রিল ২০২৫

সৌদির ৫০ কোটি পাউন্ডকে না বলে লিভারপুলকে বেছে নেন সালাহ: বিবিসি

মোহাম্মদ সালাহর লিভারপুলে থাকা না থাকা নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছিল। চলতি মৌসুম শেষে অলরেডদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও মিশরীয় এই তারকার সঙ্গে ক্লাবের চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে কোনো অগ্রগতি দেখা যাচ্ছিল না। তবে শুক্রবার দুই বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছেন সালাহ। এরপর এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সৌদি আরবের বিপুল অঙ্কের অর্থের প্রস্তাব ফিরিয়ে দিয়ে লিভারপুলকে বেছে নিয়েছেন তিনি।

সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি স্পোর্টস জানায়, সৌদি প্রো লিগে গেলে কমপক্ষে ৫০ কোটি পাউন্ড আয় করার সুযোগ পেতেন সালাহ। কিন্তু ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড সেই পথে হাঁটেননি। লিভারপুলের হয়ে আরও শিরোপা জয়ের লক্ষ্যে ২০২৭ সাল পর্যন্ত অ্যানফিল্ডে থাকবেন তিনি।

নতুন চুক্তিতে আগের মতোই সপ্তাহে প্রায় ৪ লাখ পাউন্ড পাবেন তিনি। তার বয়সের বিবেচনায় প্রিমিয়ার লিগে খুব কম ফুটবলার এই পরিমাণের আর্থিক সুবিধা পেয়ে থাকেন।

লিভারপুলের সঙ্গে নতুন চুক্তির বিষয়টি ঝুলে থাকার সময় সালাহকে নিজেদের লিগে নিতে বেশ চেষ্টা চালায় সৌদি কর্তৃপক্ষ, যার প্রাথমিক আলোচনা শুরু হয় গত ফেব্রুয়ারিতে। তবে আপাতত অর্থ নয়, মাঠের চ্যালেঞ্জ নিতে চান তিনি। তার ঘনিষ্ঠজনদের মতে, সালাহ আরও অন্তত তিন বছর শীর্ষ পর্যায়ে খেলার মতো ফিট।

চলতি মৌসুমে লিভারপুলকে ২০তম লিগ শিরোপা জেতানো ছাড়াও দলকে আবারও চ্যাম্পিয়নস লিগ জেতাতে চান সালাহ। এটাও নিশ্চিত করতে চান লিভারপুল যেন ইংলিশ ফুটবলের শীর্ষেই থাকে। এছাড়া ব্যালন ডিঅর জয়ের স্বপ্নও আছে তার।

তবে চুক্তি নবায়নের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল, আসন্ন বিশ্বকাপ ও আফ্রিকান কাপ অব নেশনস সামনে রেখে ইউরোপের শীর্ষ পর্যায়ে থেকে নিজেকে প্রস্তুত রাখা।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add