টানা দুই ম্যাচে রোনালদোর জোড়া গোল

১৩ এপ্রিল ২০২৫

টানা দুই ম্যাচে রোনালদোর জোড়া গোল

প্রথমার্ধে পিছিয়ে পড়া দলকে সমতায় ফিরিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর দুর্দান্ত ভলিতে আরেকবার বল জালে জড়িয়ে আল-নাসেরকে জয় এনে দিয়েছেন পর্তুগিজ এই তারকা।

শনিবার সৌদি প্রো লিগের ম্যাচে আল-রিয়াদকে - গোলে হারায় রোনালদোর দল।

৫৬তম মিনিটে সাদিও মানের বাড়ানো বলে দারুণ টোকা মেরে ফাঁকা জালে পাঠান রোনালদো। আট মিনিট পর করা গোলেও কিছুটা অবদান আছে মানের। সেনেগালের এই ফরোয়ার্ডের শট ক্লিয়ার করার চেষ্টা করেন আল-রিয়াদের এক খেলোয়াড়। কিন্তু বলে চলে যায় বক্সের মুখে থাকা রোনালদোর কাছে। সেখান থেকে বুলেট গতির ভলিতে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন পাঁচবারের ব্যালন ডিঅর জয়ী এই ফুটবলার।

লিগে টানা চার ম্যাচে জালের দেখা পেলেন ৪০ বছর বয়সী রোনালদো। আর সবশেষ দুই ম্যাচে জোড়া গোল করে জয়ের নায়ক রোনালদো। গত সপ্তাহে পর্তুগিজ মহাতারকার নৈপুণ্যে আল-হিলালের মাঠে - গোলের জয় পায় আল-নাসের।

সৌদি প্রো লিগে রোনালদোর গোল এখন ৭২টি। পেশাদার ক্যারিয়ারে তার গোল সংখ্যা এখন ৯৩৩টি।

২৭ ম্যাচে ১৭ জয়ে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আল-নাসের। তাদের চেয়ে পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে আল-হিলাল। ৬৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে করিম বেনজেমার আল-ইত্তিহাদ।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add