রিয়ালের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে এখন ‘রিকোভারি’ দরকার বার্সার

১৩ এপ্রিল ২০২৫

রিয়ালের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে এখন ‘রিকোভারি’ দরকার বার্সার

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে ব্যস্ততা বেড়েছে বার্সেলোনার। লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে শীর্ষে থাকার পাশাপাশি কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের দৌড়ে টিকে আছে তারা। আর এমন সময় খেলোয়াড়দের শক্তি ধরে রাখাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন কোচ হানসি ফ্লিক।

শনিবার রাতে লিগ ম্যাচে লেগানেসের মাঠে ১-০ গোলের কষ্টার্জিত জয় পায় বার্সেলোনা। ম্যাচের ৪৮তম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় কাতালান ক্লাবটি।

এই জয়ে টানা ১২ লিগ ম্যাচে অপরাজিত থাকল বার্সেলোনা। ৩১ ম্যাচে ২২ জয়ে ৭০ পয়েন্ট ফ্লিকের দলের। এক ম্যাচ কম খেলা রিয়াল আছে দ্বিতীয় স্থানে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সামনের দিনগুলোতে দলের পরিকল্পনা নিয়ে ফ্লিক বলেন, “আমাদের এখন শুধু রিকভারি, রিকভারি, রিকভারি নিয়ে ভাবতে হবে। এটাই বাস্তবতা। আজ রাতেই বার্সেলোনায় ফিরবো, কাল অনুশীলন করবো, তারপর সোমবার ডর্টমুন্ডের উদ্দেশে রওনা হবো। আমাদের কাজই এটা। কোনো অজুহাত চলবে না।

মার্চের আন্তর্জাতিক বিরতির পর ১৬ দিনে সব প্রতিযোগিতা মিলিয়ে ছয়টি ম্যাচ খেলেছে বার্সেলোনা। ব্যস্ত সূচির মধ্যেও দলের পারফরম্যান্সের মান ধরে রাখায় শিষ্যদের ওপর সন্তুষ্ট ফ্লিক। লেগানেসের বিপক্ষে আত্মঘাতী গোলে জয় এলেও তা নিয়ে ভাবছেন না তিনি।

তিন পয়েন্ট তো তিন পয়েন্টই। আমরা প্রতিটি ম্যাচেই ৯০ মিনিট লড়ছি। সাম্প্রতিক সময়ে খেলোয়াড়দের ওপর যে চাপ গেছে, সেটা অবিশ্বাস্য।

আন্তর্জাতিক বিরতির পর আমার খেলোয়াড়রা কি করেছে তা আপনারা দেখেছেন। আমার দলের পারফরম্যান্স অসাধারণ। আমি তাদের নিয়ে গর্বিত।

গত সপ্তাহে ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বরুশিয়ার ডর্টমুন্ডকে ৪-০ গোলে বিধ্বস্ত করে বার্সেলোনা। আগামী মঙ্গলবার ফিরতি লেগ ডর্টমুন্ডের মাঠে। এরপর শনিবার লা লিগায় সেল্তা ভিগোকে আতিথেয়তা দেবে কাতালানরা।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add