এখনই রিয়ালে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না আনচেলত্তি
১৩ এপ্রিল ২০২৫

গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতিয়েছিলেন কার্লো আনচেলত্তি। কিন্তু চলতি মৌসুমে অধারাবাহিক পারফরম্যান্সে এই দুই প্রতিযোগিতায় শিরোপা ধরে রাখা বেশ কঠিন হয়ে গেছে তাদের জন্য। চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের কাছে হারের পর আবারও প্রশ্ন উঠেছে স্প্যানিশ ক্লাবটিতে আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে। বিষয়টি নিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।
বর্তমান চুক্তি অনুযায়ী, আগামী মৌসুম পর্যন্ত রিয়ালের দায়িত্বে থাকবেন আনচেলত্তি। কিন্তু গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আর্সেনালের মাঠে ৩-০ গোলে রিয়াল বিধ্বস্ত হওয়ার পর তার কোচিং নিয়ে সমালোচনার ঝড় ওঠে। পরাজয়ের ব্যবধান ছাড়াও মাঠের পারফরম্যান্স বেশ ছন্নছাড়া ছিল রেকর্ড ১৫ বারের ইউরোপ ক্লাব সেরাদের।
রোববার লিগ ম্যাচে আলাভেসের বিপক্ষে মাঠে নামার আগে রিয়ালে তার ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হলে আনচেলত্তি বলেন, “আমার ভবিষ্যৎ নিয়ে এখন কিছু বলা ঠিক হবে না। কারণ চুক্তিটা একেবারে পরিষ্কার। সব কিছু নিয়েই আলোচনা হবে মৌসুম শেষে। ক্লাব সবসময় আমাকে সমর্থন দেয়, বিশেষ করে কঠিন সময়গুলোতে।”
সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম লেগ শেষে ৩ গোলে পিছিয়ে থাকলেও সান্তিয়াগো বের্নাবেউয়ে ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী এই ইতালিয়ান কোচ।
“হার মানেই কঠিন সময়। তখন চিন্তা করতে হয় কীভাবে ঘুরে দাঁড়ানো যায়। মনোযোগ ধরে রাখতে হয়। তবে সৌভাগ্যক্রমে, ফুটবলে এটা স্বাভাবিক… হারার পরই আবার সুযোগ আসে। আমরা চেষ্টা করবো, চেষ্টা চালিয়ে যাবো। রিয়াল মাদ্রিদই একমাত্র দল যারা এমনটা আগেও অনেকবার করেছে। আমরা শেষ মিনিট পর্যন্ত লড়াই করবো, শেষ মুহূর্ত পর্যন্ত।”
লা লিগায় ৩০ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। এক ম্যাচ বেশি খেলা শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে তারা পিছিয়ে আছে ৭ পয়েন্টে।
পয়েন্ট তালিকার নিচের দিকের দল আলাভেসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে আনচেলোত্তির বলেন, “সবাই বুধবারের কথা ভাবছে, কিন্তু আগামীকালের পারফরম্যান্সেই নির্ভর করছে সব। কারণ আমরা এখনও লিগ শিরোপা লড়াইয়ে আছি। আমাদের ভালো খেলতে হবে, জিততেই হবে।”
মন্তব্য করুন: