সালাহর রেকর্ড গড়ার দিনে শিরোপার আরও কাছে লিভারপুল
১৪ এপ্রিল ২০২৫

ইংলিশ প্রিমিয়ার লিগে মোহাম্মদ সালাহর রেকর্ড গড়ার রাতে শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেছে লিভারপুল। অধিনায়ক ভার্জিল ফন ডাইকের শেষ মুহূর্তের গোলে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-১ ব্যবধানে হারিয়েছে অলরেডরা।
রোববার অ্যানফিল্ডের এই জয়ে প্রিমিয়ার লিগ যুগের দ্বিতীয় শিরোপা থেকে আর ৬ পয়েন্ট দূরে দাঁড়িয়ে আছে আর্নি স্লটের দল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে তালিকার শীর্ষে আছে তারা। ৩২ ম্যাচে অলরেডদের সংগ্রহ ৭৬ পয়েন্ট। হাতে বাকি আছে ৬ ম্যাচ।
ম্যাচের ১৮তম মিনিটে সালাহর বাড়ানো বল জালে জড়িয়ে লিভারপুলকে এগিয়ে দেন লুইস দিয়াস। এই গোলে সহায়তা করে রেকর্ডের পাতায় নাম তোলেন সালাহ। ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগ মৌসুমে সবচেয়ে বেশি গোলে অবদান রাখার কীর্তি নিজের করে নিয়েছেন মিশরীয় এই ফরোয়ার্ড।
কয়েকদিন আগে লিভারপুলের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করা এই ফুটবলার চলতি মৌসুমে দলের হয়ে ৪৫টি গোলে অবদান রেখেছেন। এর মধ্যে নিজে জালে জড়িয়েছেন ২৭টি এবং গোলে সহায়তা করেছেন ১৮টি।
এতদিন থিয়েরি অঁরি ও আর্লিং হলান্দের সঙ্গে এই রেকর্ডটি ভাগাভাগি করছিলেন সালাহ। এবার তার সামনে সুযোগ প্রিমিয়ার লিগের শুরু থেকে সব আসর মিলিয়ে (৪২ ম্যাচের টুর্নামেন্ট সহ) সর্বোচ্চ গোলে অবদান রাখার অবদান নিজের করে নেওয়ার। ১৯৯৩-৯৪ ও ১৯৯৪-৯৫ মৌসুমে ৪৭টি গোলে অবদান রেখে এই রেকর্ড দুই ইংলিশ গ্রেট অ্যান্ড্রু কোল ও অ্যালান শিয়েরারের।
ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত লিড ধরে রাখে লিভারপুল। ৮৬তম মিনিটে বদলি হিসেবে নামা স্বাগতিক ডিফেন্ডার অ্যান্ড্রু রবার্টসনের আত্মঘাতী গোলে সমতায় ফেরে ওয়েস্ট হ্যাম। তবে মিনিট তিনেকের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন ফন ডাইক।
শিরোপার আরও কাছে যেতে আগামী রোববার লেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে লিভারপুল।
মন্তব্য করুন: