এমবাপ্পের লাল কার্ডের পর রিয়ালের কষ্টার্জিত জয়
১৪ এপ্রিল ২০২৫

আর্সেনালের কাছে বিধ্বস্ত হওয়ার পর ঘুরে দাঁড়ানোর অভিযানে লা লিগায় আলাভেসের বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। দলের অন্যতম তারকা কিলিয়ান এমবাপ্পে লাল কার্ড দেখার পর কোনোমতে জয় নিয়ে মাঠ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
রোববার আলাভেসের মাঠে ১-০ গোলের জয় পায় রিয়াল। ম্যাচের ৩৪তম মিনিটে রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন এদুয়ার্দো কামাভিঙ্গা। এর মিনিট চারেক পরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এমবাপ্পে।
প্রতিপক্ষ মিডফিল্ডারের পায়ে সরাসরি আঘাত করে প্রথমে হলুদ কার্ড দেখেন ফরাসি এই তারকা। কিন্তু পরে ভিএআর মনিটরে রিপ্লে দেখে সেই সিদ্ধান্ত পাল্টে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। রিয়ালে প্রথমবারের মতো লাল কার্ড দেখলেন এমবাপ্পে।
১০ জনের দলে পরিণত হওয়ার পর রক্ষণে মনোযোগ দেয় রিয়াল। এই সুযোগে তাদের চেপে ধরে আলাভেস। কিন্তু থিবো কোর্তোয়ার নৈপুণ্যে তারা গোলের দেখা পায়নি।
নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে ডাগআউটে ছিলেন না কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচের বদলে দায়িত্ব পালন করেন তার ছেলে ও সহকারী কোচ দাভিদে আনচেলত্তি। আক্রমণে ধার বাড়াতে শুরুর একাদশে না থাকা ভিনিসুস জুনিয়র ও জুড বেলিংহ্যাম ৬৩তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন।
কিন্তু পরের মিনিটে গোল হজম করতে বসেছিল রিয়াল। সে যাত্রায় আবারও দলকে বাঁচান কোর্তোয়া। এরপর ৭০তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরাও। কিন্তু এই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ভিনিসুস-বেলিংহ্যামরা।
৩১ ম্যাচে ২০ জয় ও ছয় ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল। চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।
আগামী বুধবার ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে আর্সেনালের মুখোমুখি হবে রিয়াল। প্রথম লেগ ৩-০ গোলে হারায় সেমি-ফাইনালে যেতে হলে দুর্দান্ত কিছু করে দেখাতে হবে প্রতিযোগিতার রেকর্ড ১৫বারের চ্যাম্পিয়নদের।
মন্তব্য করুন: