ব্রিটিশ ক্লাবের মালিকানায় লুকা মদ্রিচ
১৫ এপ্রিল ২০২৫

ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের লিগে খেলা সোয়ানসি সিটি ক্লাবের মালিকানায় নাম লেখাতে চলেছেন রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচ। যুক্তরাষ্ট্রের একদল বিনিয়োগকারীর সঙ্গে ওয়েলসের ক্লাবটির অংশীদার হিসেবে ক্রোয়েশিয়ার অধিনায়ক যুক্ত হতে যাচ্ছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
এ বিষয়ে ক্লাবের তরফ থেকে দেওয়া এক বিবৃতিতে মদ্রিচ বলেন, “এটা এক দারুণ সুযোগ। সোয়ানসির নিজস্ব পরিচয় আছে, অসাধারণ সমর্থক আছে, আর সর্বোচ্চ পর্যায়ে লড়াইয়ের উচ্চাকাঙ্ক্ষাও আছে।”
“সর্বোচ্চ পর্যায়ে খেলে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি, আমি বিশ্বাস তা ক্লাবে কাজে লাগাতে পারব। আমার লক্ষ্য হলো ক্লাবের ইতিবাচক উন্নয়নে এবং ভবিষ্যৎ গড়ায় অবদান রাখা।”
ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের লিগ চ্যাম্পিয়নশিপে থাকা সোয়ানসি বর্তমানে আর্থিক সংকটে রয়েছে। সবশেষ অর্থ বছরে ক্লাবটি ১ কোটি ৫২ লাখ পাউন্ড প্রাক-কর ক্ষতির মুখে পড়েছে, যা আগের বছরের ১ কোটি ৭৯ লাখ পাউন্ড ক্ষতির চেয়ে সামান্য কম।
এক প্রতিবেদনে বিবিসি জানায়, ২০২৪ সালের ৩০ জুন শেষ হওয়া বছরে ক্লাবের মোট আয় ছিল ২ কোটি ১৫ লাখ পাউন্ড।
ক্লাবের আর্থিক বিবৃতিতে বলা জানানো হয়, চ্যাম্পিয়নশিপের অত্যন্ত প্রতিযোগিতামূলক পরিবেশে খেলায় এমন ক্ষতি স্বাভাবিক হলেও, তারা অপারেশনাল কার্যকারিতায় উন্নতি করতে করতে কাজ করছে।
মদ্রিচের মালিকানার অংশীদার হওয়ার বিষয়ে ক্লাবটির প্রধান নির্বাহী বলেন, “লুকার বিনিয়োগ ও অংশীদারিত্বে যুক্ত হওয়া নিয়ে আমি দারুণ উচ্ছ্বসিত। ক্লাবের স্বপ্নের প্রতি তার সমর্থন ও যাত্রায় আমাদের পাশে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।”
আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে ফেরার আশা সোয়ানসির জন্য এখন ধরা-ছোঁয়ার বাইরে। ২৪ দলের লিগে বর্তমানে ১২ নম্বরে থাকা সোয়ানসির পয়েন্ট ৫৪। শীর্ষে থাকা লিডস ইউনাইটেডের চেয়ে তারা পিছিয়ে ৩৪ পয়েন্টে। লিগে আর চারটি ম্যাচ বাকি আছে।
মন্তব্য করুন: