বার্সা-পিএসজির সেমিতে ওঠায় বাধা হতে পারেনি হার
১৬ এপ্রিল ২০২৫

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের নিজেদের মাঠে প্রথম লেগে বড় ব্যবধানে জয় পাওয়ায় সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে অনেক এগিয়ে ছিল বার্সেলোনা। ফিরতি লেগে অভাবনীয় কিছু করতে পারেনি তাদের প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড। তাই ৩-১ গোলের হার সেমি-ফাইনালে ওঠায় বাধা হতে পারেনি স্পেনের শীর্ষ ক্লাবটির জন্য। একইভাবে প্রথম লেগে জয়ের পাল্লা ভারী থাকায় অ্যাস্টন ভিলার মাঠে হারের পর শেষ চারে উঠেছে ফ্রান্সের পিএসজি।
ঘরের মাঠে প্রথম লেগ ৪-০ গোলে জয় পাওয়া হানসি ফ্লিকের দল দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলের অগ্রগামিতায় সেমি-ফাইনালে পা রাখে। ২০১৯ সালের পর প্রথমবারের মতো প্রতিযোগিতাটির শেষ চারে উঠল বার্সেলোনা।
এই হারে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৪ ম্যাচের অপরাজিত যাত্রার ইতি ঘটল বার্সেলোনার। ২০২৫ সালে প্রথম হারের মুখও দেখল স্প্যানিশ দলটি।
মঙ্গলবার রাতে বার্সেলোনাকে হারানোর নায়ক সেগু গিরাসি। গিনির এই ফরোয়ার্ডের হ্যাটট্রিকে অসাধ্য সাধন করার চেষ্টায় ছিল ডর্টমুন্ড। কিন্তু গোলপোস্টের নিজে ভয়চেক স্ট্যান্সনির দুর্দান্ত নৈপুণ্যে তা আর হয়নি।
ম্যাচে বল দখলে কিছুটা পিছিয়ে থাকা ডর্টমুন্ড গোলের জন্য ১৮টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে। অন্যদিকে বার্সেলোনার ৭ শটের মধ্যে লক্ষ্যে ছিল কেবল দুটি।
১১তম মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন গিরাসি। এরপর ৪৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড। কিন্তু মিনিট পাঁচেকের মাথায় আত্মঘাতী গোলে ব্যবধান কমায় বার্সেলোনা। ৭৬তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন গিরাসি।
রাতের অন্য ম্যাচে পিএসজিকে ৩-২ গোলে হারায় অ্যাস্টন ভিলা। তবে প্রথম লেগ ৩-১ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে এগিয়ে সেমি-ফাইনালে ওঠে লুইস এনরিকের দল।
ম্যাচের আধা ঘণ্টার মধ্যেই ভিলার জালে দুই গোল জড়িয়ে বেশ স্বাচ্ছন্দেই শেষ চারের পথে ছিল পিএসজি। কিন্তু এরপরই যেন দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৩৪তম মিনিটে একটি গোল শোধ করে তারা। বিরতির পর দুই মিনিটের মধ্যে আরও দুইবার বল জালে জড়িয়ে ম্যাচে এগিয়ে যায় ভিলা।
এরপর দুই লেগ মিলিয়ে সমতায় ফেরার বেশ কিছু সুযোগ পেয়েছিল তারা। কিন্তু ফিনিশিংয়ের অভাব এবং গোলরক্ষক জানলুইজি দেন্নারুম্মার নৈপুণ্যে রক্ষা পায় পিএসজি।
বল দখলের লড়াইয়ে বেশ পিছিয়ে থাকা ভিলা গোলের জন্য ১৭টি শট নিয়ে লক্ষ্যে রাখে ৯টি। অন্যদিকে পিএসজির ১৪ শটের মধ্যে লক্ষ্যে ছিল ৭টি।
মন্তব্য করুন: