এক ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে

১৬ এপ্রিল ২০২৫

এক ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে

স্প্যানিশ লা লিগায় সবশেষ ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। এবার এ ঘটনায় শাস্তি আরও বেড়েছে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের। সহিংস ট্যাকেলের কারণে তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। তবে বুধবার ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে খেলতে কোনো বাধা নেই এমবাপ্পের। নিষেধাজ্ঞার কারণে লা লিগায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামতে পারবেন না এই ফরাসি তারকা।

গত রোববার আলাভেসের বিপক্ষে ম্যাচের ৩৮তম মিনিটে লাল কার্ড দেখেন এমবাপ্পে। দলটির স্প্যানিশ মিডফিল্ডার আন্তোনিও ব্লাঙ্কোর পায়ে লাথি মারায় প্রথমে রেফারি তাকে হলুদ কার্ড দেখান। পরে ভিএআরে রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলে ২৬ বছর বয়সী এই ফুটবলারকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

এই ঘটনার পর ব্লাঙ্কো ও রিয়াল সতীর্থদের কাছে দুঃখ প্রকাশ করেন এমবাপ্পে। রিয়ালের জার্সি গায়ে এটি তার প্রথম লাল কার্ডের ঘটনা ছিল। আর পুরো ক্যারিয়ারে চতুর্থ। আগের তিনটি লাল কার্ড দেখেছিলেন পিএসজির হয়ে খেলার সময়।

অন্যদিকে একই ম্যাচে ভিনিসুস জুনিয়রের ওপর একই ধরনের ফাউলের জন্য লাল কার্ড পাওয়া আলাভেসের মানু সানচেসকেও এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

মন্তব্য করুন: