বের্নাবেউয়ে ইতিহাসের সেরা প্রত্যাবর্তনের আশায় বেলিংহ্যাম

১৬ এপ্রিল ২০২৫

বের্নাবেউয়ে ইতিহাসের সেরা প্রত্যাবর্তনের আশায় বেলিংহ্যাম

আর্সেনালের মাঠে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বিধ্বস্ত হয়ে আসর থেকে বাদ পড়ার পথে দাঁড়িয়ে আছে রিয়াল মাদ্রিদ। সেমি-ফাইনালে উঠতে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের। তবে দলটির তারকা মিডফিল্ডার জুড বেলিংহ্যামের প্রত্যাশা, সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়াল এমন এক প্রত্যাবর্তনের গল্প লেখবে, যা ইতিহাসের পাতায় ঠাঁই পাবে।

চ্যাম্পিয়নস লিগে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ানোর জন্য খ্যাত রিয়াল। ২০২২ সালের আসরে পিএসজি, চেলসি ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে ঘরের মাঠে প্রত্যাবর্তনের গল্প লিখে শিরোপা জিতেছিল তারা। তবে প্রথম লেগে ৩-০ ব্যবধানে পিছিয়ে থেকে কখনোই পরের রাউন্ডে যেতে পারেনি প্রতিযোগিতার রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা।

গত সপ্তাহে আর্সেনালের মাঠে হতশ্রী পারফরম্যান্সে দ্বিতীয়ার্ধে ১৭ মিনিটের ভেতর তিন গোল হজম করে স্প্যানিশ জায়ান্টরা। তবে ফিরতি লেগের আগেরদিন সংবাদ সম্মেলনে বেলিংহ্যাম জানান, তার দল আরেকটি চমক দেখাতে আত্মবিশ্বাসী।

গত সপ্তাহ থেকে এটা আমি হাজার বার শুনেছি, এই রাতটা রিয়াল মাদ্রিদের জন্যই। এটা এমন এক রাত যা ইতিহাসের অংশ হয়ে থাকবে এটা অদ্ভুত এক পরিবেশ। আমরা যেভাবে ৩-০ তে হেরেছি, সেটাই সবচেয়ে খারাপ ফল ছিল, তবুও সবাই মনে করছে আমরা ফিরেই আসবো। এক অর্থে, এটা ভালো লাগার ব্যাপার।

২০২৩ সালে রিয়ালে যোগ দেওয়ার পর প্রথম মৌসুমেই লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতেন বেলিংহ্যাম। গত মৌসুমে ঘরের মাঠে সেমি-ফাইনালের ফিরতি লেগে হোসেলুর দুই মিনিটে জোড়া গোলে বায়ার্ন মিউনিখকে বিদায় করে ফাইনালে উঠেছিল রিয়াল। এই স্মৃতি এখনও তরতাজা বেলিংহ্যামের কাছে।

এই ইতিহাসের অংশ হতে পারা এক দারুণ অনুভূতি। এই ক্লাবে এমন কিছু করা খুব কঠিন যা আগে কেউ করেনি। তাই আগামীকাল আমরা সেই প্রথমবারের মতো কিছু করতে চাই।

আমাদের আত্মবিশ্বাস আসে দলের মান থেকে, ক্লাবের ইতিহাস থেকে, বের্নাবেউয়ের আবহ থেকে।

গত কয়েক সপ্তাহের পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে ছিল রিয়াল। কোপা দেল রেতে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ৪-৪ গোলে ড্র করার পর ভালেন্সিয়ার কাছে ২-১ গোলের হারে তারা। এরপর আর্সেনালের কাছে ৩-০ গোলের বিপর্যস্ত হয়। তবে গত শনিবার আলাভেসকে ১-০ গোলে হারানোয় কিছুটা স্বস্তি ফিরেছে দলে।

মন্তব্য করুন: