পিএসজির স্কোয়াডকে বিশ্বসেরা দাবি কোচের
১৬ এপ্রিল ২০২৫

চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালে পৌঁছানোর পর পিএসজি কোচ লুইস এনরিকে তার দলকে ‘বিশ্বসেরা স্কোয়াড’ হিসেবে আখ্যা দিয়েছেন। অ্যাস্টন ভিলার মাঠে ফিরতি লেগে হারলেও দুই লেগ মিলিয়ে এগিয়ে ৫-৪ গোলে থাকায় শেষ চারে ওঠে ফরাসি চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে পিএসজিকে ৩-২ গোলে হারায় ভিলা। তবে ঘরের মাঠে প্রথম লেগে ৩-১ গোলে জয় পাওয়ায় সেমি-ফাইনালে যেতে কোনো অসুবিধা হয়নি এনরিকের দলের।
দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠা পিএসজি এখন পর্যন্ত ইউরোপের ক্লাব সেরার শিরোপা ঘরে তুলতে পারেনি। এবারের ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে আর্সেনাল অথবা রিয়াল মাদ্রিদের যে কোনো এক দলকে পাবে তারা।
ম্যাচ শেষে অ্যামাজন প্রাইম টিভিকে পিএসজি কোচ বলেন, “আমি মনে করি, আমার কাছে বিশ্বের সেরা স্কোয়াড রয়েছে, শুধু গোলরক্ষকই নয়। পিএসজির মতো ক্লাবে যখন থাকবেন, তখন আপনি অনেক মানসম্পন্ন খেলোয়াড় পাবেন।”
ম্যাচের প্রথম আধা ঘণ্টায় দুই গোল করে সহজেই পরের ধাপের পথে ছিল পিএসজি। কিন্তু আক্রমণাত্মক ফুটবলে স্বাগতিকরা দুর্দান্তভাবে ম্যাচে ফেরে। ম্যাচের দ্বিতীয়ার্ধে একাধিক গোল ঠেকিয়ে দারুণ পারফরম্যান্স দেখান পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা। তার সেই সেভগুলো না হলে দুই লেগ মিলিয়ে ৫-৫ সমতা কিংবা ভিলা জয়ও পেতে পারত।
ভিলার এরকম প্রত্যাবর্তনের প্রশংসা করে এনরিকে বলেন, “আমরা ম্যাচের শুরুতে অসাধারণ দুটি গোল করে দুর্দান্ত শুরু করেছিলাম। তবে আমাদের মনে রাখতে হবে এটা চ্যাম্পিয়নস লিগ। এখানে প্রতিপক্ষেরও অনেক গুণগত মান থাকে। অ্যাস্টন ভিলা দ্বিতীয়ার্ধে অনেক তীব্রতা নিয়ে খেলেছে।”
“ভিলার হারানোর কিছু ছিল না। প্রথম লেগে হেরেছিল, দ্বিতীয় লেগের প্রথমার্ধেও পিছিয়ে ছিল। তবে দুই ম্যাচ মিলিয়ে আমাদের জয় প্রাপ্য ছিল। সমর্থকদের জন্য আরেকটি সেমি-ফাইনাল উপহার দিতে পেরে আমি খুশি।”
মন্তব্য করুন: