রিয়ালকে আবারও হারিয়ে সেমিতে আর্সেনাল, সঙ্গী ইন্টার মিলান
১৭ এপ্রিল ২০২৫

প্রত্যাবর্তনের গল্প লেখার আশায় ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে নিজেদের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু মাঠের লড়াইয়ে তার ছিটেফোঁটাও দেখাতে পারল না তারা। ফিরতি লেগেও দাপুটে পারফরম্যান্সে বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে ১৬ বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালে উঠেছে আর্সেনাল। অন্যদিকে বায়ার্ন মিউনিখের সঙ্গে ড্র করে শেষ চারে পা রেখেছে ইন্টার মিলানও।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে বুধবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়ালকে ২-১ গোলে হারায় আর্সেনাল। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় সেমি-ফাইনালে ওঠে মিকেল আর্তেতার দল। ইংলিশ ক্লাবটি ২০০৮-০৯ মৌসুমে সবশেষ শেষ চারে খেলেছিল।
প্রথম লেগে ৩-০ গোলে হারের পর শিরোপা ধরে রাখার পরের ধাপে যেতে এদিন অবিশ্বাস্য কিছু করে দেখাতে হতো রিয়ালকে। সে লক্ষ্যে ভিনিসুস জুনিয়রের ক্রস থেকে দ্বিতীয় মিনিটেই বল জালে জড়ান কিলিয়ান এমবাপ্পে। কিন্তু ফরাসি এই তারকা অফসাইডে থাকাই গোল বাতিল হয়ে যায়।
১৩তম মিনিটে ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ আসে আর্সেনালের। কিন্তু বুকায়ো সাকার পেনাল্টি ঠেকিয়ে রিয়ালকে লড়াইয়ে রাখেন থিবো কর্তোয়া। ২৩তম মিনিটে বক্সের ভেতর ডেক্লান রাইসের বাধায় এমবাপ্পে পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু আর্সেনালের তীব্র প্রতিবাদে অনেক সময় নিয়ে ভিএআরে যাচাই করার পর, মনিটরে দেখে নিজের সিদ্ধান্ত বদলান রেফারি।
প্রথমার্ধের বাকিটা সময় আর্সেনালের জমাট রক্ষণ ভেদ করে আক্রমণে তেমন সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল। বিরতির পরও একই চিত্র দেখা যায় স্বাগতিকদের পারফরম্যান্সে। উল্টো ৬৫তম মিনিটে সাকার চিপ শটে গোল হজম করে বসে কার্লো আনচেলত্তির দল। অবশ্য মিনিট দুয়েকের মাথায় দলকে সমতায় ফেরান ভিনিসুস। কিন্তু এরপর আর বলার মতো তেমন কিছুই করতে পারেনি তারা।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আর্সেনালের হয়ে জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল মার্তিনেল্লি।
পুরো ম্যাচে বল দখল ও শট নেওয়ায় বেশ এগিয়ে থাকা রিয়াল ফিনিশিংয়ের অভাবে প্রয়োজনীয় গোলের দেখা পায়নি। ৬৭ শতাংশ সময় বল দখলে রাখা আনচেলত্তির দল গোলের জন্য শট নেয় ১৮টি। কিন্তু লক্ষ্যে রাখতে পারে মাত্র ৩টি। অন্যদিকে ১১ শটের মধ্যে ৬টিই লক্ষ্যে রাখে আর্সেনাল। ফাইনালে ওটার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ পিএসজি।
রাতের অন্য ম্যাচে ঘরের মাঠে বায়ার্নের সঙ্গে ২-২ গোলে ড্র করে ইন্টার। প্রথম লেগ ২-১ গোলে জেতা ইতালিয়ান ক্লাবটি ৪-৩ গোলে অগ্রগামিতায় শেষ চারে পা রাখে।
শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে প্রথম গোল হয় ৫২তম মিনিটে। দুই লেগ মিলিয়ে বায়ার্নকে সমতায় ফেরান হ্যারি কেইন। কিন্তু ৫৮তম থেকে ৬১তম মিনিটের মধ্যে লাউতারো মার্তিনেস ও বেনজামিন পাভার্দের লক্ষ্যভেদে এগিয়ে যায় ইন্টার।
দুই গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া বায়ার্নের হয়ে ৭৬তম মিনিটে গোল করেন এরিক ডায়ার। এরপর আর কোনো গোল দিতে না পারায় বিদায় নিতে হয় ছয়বারের চ্যাম্পিয়নদের।
সেমি-ফাইনালে ইন্টারের প্রতিপক্ষ বার্সেলোনা।
মন্তব্য করুন: