রিয়ালে সময় শেষ হলে ধন্যবাদ জানিয়ে বিদায় নেবেন আনচেলত্তি
১৭ এপ্রিল ২০২৫

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগেও আর্সেনালের কাছে ২-১ গোলে হেরে আসর থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের পর ক্লাবটির কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, তার অধীনে রিয়ালের এটিই শেষ চ্যাম্পিয়নস লিগ ম্যাচ ছিল কি না, তা তিনি জানেন না।
বুধবার ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে ম্যাচের শুরুতে বুকায়ো সাকার পেনাল্টি ঠেকিয়ে রিয়ালকে লড়াইয়ে রাখেন থিবো কোর্তোয়া। কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি স্বাগতিকরা।
৬৫ মিনিটে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন পেনাল্টি থেকে বল জালে জড়াতে ব্যর্থ হওয়া সাকা। দুই মিনিট পরই ডিফেন্ডার উইলিয়াম সালিবার ভুলের সুযোগ নিয়ে ম্যাচে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসুস জুনিয়র। এরপর অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে গাব্রিয়েল মার্তিনেল্লির গোলে জয় পায় আর্সেনালের।
ঘরের মাঠে প্রথম লেগ ৩-০ গোলে জেতা মিকেল আর্তেতার দল দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় সেমি-ফাইনালে পা রাখে। ২০০৯ সালের পর এবারই প্রথম ইউরোপ ক্লাব সেরার আসরের শেষ চারে খেলবে ইংলিশ ক্লাবটি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলোত্তিকে তার ভবিষ্যৎ নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আমি জানি না। ক্লাব চাইলে পরিবর্তন আসতেই পারে। হতে পারে এ বছর, কিংবা পরের বছর যখন আমার চুক্তির মেয়াদ শেষ হবে। এতে কোনো সমস্যা নেই। যেদিন আমার অধ্যায় শেষ হবে, আমি কেবল ক্লাবটিকে ধন্যবাদ জানাতে পারব। সেটা হতে পারে আগামীকাল, এক মাস পর বা এক বছর পর।”
২০২৬ সালের জুন পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি আছে আনচেলত্তির। তবে চলতি মৌসুমে দলের পারফরম্যান্স নিয়ে বেশ সমালোচনার মধ্যে আছেন তিনি, বিশেষ করে বার্সেলোনার কাছে বড় ব্যবধানে দুটি হারের পর। যদিও লা লিগার শিরোপা দৌড়ে এখনো টিকে আছে রিয়াল। আগামী ২৭ এপ্রিল কোপা দেল রের ফাইনালে আরেকবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে তারা।
তবে এই মৌসুম শেষেই পদত্যাগের চিন্তা করছেন কি না, এমন প্রশ্নের জবাবে আনচেলোত্তির সোজাসাপটা জানান, তিনি এই বিষয়ে এখনও কিছু ভাবেননি।
মন্তব্য করুন: