কান্নাভেজা চোখে মাঠ ছাড়লেন নেইমার

১৭ এপ্রিল ২০২৫

কান্নাভেজা চোখে মাঠ ছাড়লেন নেইমার

চোট কাটিয়ে লম্বা সময় পর সান্তোসের হয়ে শুরুর একাদশে মাঠে নেমেছিলেন নেইমার। উপলক্ষটাও ছিল বিশেষ। কিন্তু আবারও পাওয়া চোটে সেই উপলক্ষটা মাতাতে পারলেন না ব্রাজিলিয়ান এই তারকা। প্রথমার্ধেই মাঠ ছাড়তে হয়েছে কান্নাভেজা চোখে।

বুধবার সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে নিজের শততম ম্যাচ খেলতে নামেন নেইমার। এই ম্যাচের জন্য জার্সি নম্বর বদলে হয়েছিল ১০০। চোট কাটিয়ে গত রোববার বদলি হিসেবে মাঠে ফেরার পর এদিন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডকে শুরুর একাদশে রাখেন কোচ। কিন্তু ৩৪ মিনিটের বেশি খেলতে পারেননি তিনি।

ম্যাচের শুরু থেকেই নেইমারের শতভাগ ফিট থাকার বিষয়ে শঙ্কা ছিল। দুই ঊরুতেই মোটা করে টেপ পেঁচিয়ে নামতে দেখা যায় তাকে। মাঠেও খুব একটা স্বাচ্ছন্দ্যে ছিলেন না তিনি। এমন অবস্থায় বাঁ ঊরুতে হাত রেখে একটু খোঁড়াতে দেখা যায় তাকে। ডাগআউটের দিকে ইশারা করেন বদলির জন্য।

মাঠে বসে থাকা অবস্থায়ই তার চোখ দিয়ে ঝরতে থাকে পানি। সতীর্থরা ও প্রতিপক্ষের কেউ কেউ তাকে সান্ত্বনা দেন। এক পর্যায়ে দুজনের সহায়তায় কার্টে বসে তিনি মাঠ ছাড়েন।

ধারণা করা হচ্ছে, ছয় সপ্তাহে আগে এই একই জায়গায় পাওয়া চোটের কারণে মাঠ থেকে ছিটকে গিয়েছিলেন নেইমার। এর ফলে মার্চের আন্তর্জাতিক বিরতিতে দীর্ঘদিন পর ব্রাজিল দলে ডাক পেলেও আর খেলতে পারেননি দেশটির ছেলেদের দলের ইতিহাসের সর্বোচ্চ আন্তর্জাতিক গোল করা এই ফুটবলার।

চোট জর্জরিত ক্যারিয়ারে ২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে আছেন নেইমার। সৌদি প্রো লিগে পাড়ি জমালে সেখানেও খেলতে পারেননি ঠিক মতো। নিজেকে খুঁজে পেতে গত জানুয়ারিতে আল-হিলাল থেকে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন তিনি। সেখানে টানা সাতটি ম্যাচ খেলার পর গত ২ মার্চ আবার চোটে পড়েন নেইমার।

মন্তব্য করুন: