যোগ্য দল হিসেবেই সেমিতে আর্সেনাল: রিয়াল কোচ

১৭ এপ্রিল ২০২৫

যোগ্য দল হিসেবেই সেমিতে আর্সেনাল: রিয়াল কোচ

আর্সেনালের কাছে চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার-ফাইনালে ধরাশায়ী হয়ে শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ হয়ে গেছে রিয়াল মাদ্রিদের। তবে দলের এমন বাজে পারফরম্যান্স নিয়ে কোনো অভিযোগ করেননি কোচ কার্লো আনচেলত্তি। বরং স্বীকার করে নিয়েছেন, দুই লেগ মিলিয়ে সেমি-ফাইনালে ওঠার যোগ্য দল ছিল আর্সেনালই।

গত মৌসুমে ওয়েম্বলিতে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে রেকর্ড পঞ্চমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতেন আনচেলোত্তি। কিন্তু এবার কোয়ার্টার-ফাইনালে আর্সেনালের কাছে দুই লেগেই হেরেছে তার দল। ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে ২-১ গোলে হেরেছে রিয়াল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্সেনালের পারফরম্যান্সে প্রশংসা করে আনচেলত্তি বলেন, “আমাদের সত্যিটাই বলতে হবে, দুই ম্যাচেই আর্সেনাল প্রাপ্য ফল পেয়েছে এবং সেমি-ফাইনালে উঠেছে।

ফুটবলে দুটি দিক আছে – একটা সুখের, যেটা আমরা অনেকবার উপভোগ করেছি। আরেকটা দুঃখের, যেটা আমাদের একইভাবে সামাল দিতে হবে। আমাদের ক্ষেত্রে এটা অন্যদের তুলনায় কমই হয়েছে। কিন্তু এই দিকটাও সামাল দিতে হবে যাতে আমরা আগামী ম্যাচগুলোয় আরও ভালো করতে পারি।

ম্যাচের শুরুতে বুকায়ো সাকার পেনাল্টি ঠেকিয়ে রিয়ালকে লড়াইয়ে রাখেন থিবো কোর্তোয়া। এরপর কিলিয়ান এমবাপ্পেকে বক্সের ভেতর ফাউলের কারণে পেনাল্টি পায় রিয়াল। কিন্তু দীর্ঘ ভিএআর যাচাই শেষে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়। এই পেনাল্টি বাতিল হওয়ায় দল আত্মবিশ্বাস হারিয়ে ফেলে বলে মনে করেন আনচেলত্তি।

ম্যাচের গতিপথ পাল্টাতে হলে আমাদের কিছু একটা ইতিবাচক দরকার ছিল, যেমনটা শুরুতে পাওয়া পেনাল্টি। সেটি বাতিল হওয়ার পর আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আমাদের কিছু দরকার ছিল। তবে প্রথম ম্যাচের গতিবিধি পরিবর্তনের মতো কিছু আমরা আর করে উঠতে পারিনি।

চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের হতাশার মধ্যেও আশার আলো দেখা এই ইতালিয়ান কোচ বলেন, “এখন আমরা লা লিগা জয়ের লড়াইয়ে আছি। পয়েন্টে পিছিয়ে থাকলেও সামনে বার্সেলোনার সঙ্গে ম্যাচ আছে, আছে কোপা দেল রে ফাইনাল, ক্লাব বিশ্বকাপ এবং এই সময়টা আমাদের ভালোভাবে সামলাতে হবে। ফুটবলের এই দিকটার সঙ্গে আমরা অভ্যস্ত নই।

মন্তব্য করুন: