রিয়ালকে হারানো আগে গুয়ার্দিওলাকে ফোন করেন আর্সেনাল কোচ
১৭ এপ্রিল ২০২৫

রিয়াল মাদ্রিদকে তাদের ঘরের মাঠে হারিয়ে ২০০৯ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালে উঠেছে আর্সেনাল। দলের এমন এক অর্জনে কোচ মিকেল আর্তেতা জানিয়েছেন, এটিই তার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে গর্বের রাত। এছাড়াও ম্যাচের দিন সকালে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলাকে ফোনও দিয়েছিলেন তিনি।
বুধবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে রিয়ালকে ২-১ গোলে হারায় আর্সেনাল। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় শেষ চারে ওঠে আর্তেতার দল।
ম্যাচের শুরুতে পেনাল্টি মিস করা বুকায়ো সাকার গোলে ৬৫তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। এর দুই মিনিট পর ভিনিসুস জুনিয়রের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। তবে যোগ করা সময়ে গাব্রিয়েল মার্তিনেল্লির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
ফাইনালে ওঠার লড়াইয়ে পিএসজির মুখোমুখি হবে গানাররা। প্রথম লেগ অনুষ্ঠিত আগামী ২৯ এপ্রিল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্তেতা বলেন, “ম্যাচের আগেই খেলোয়াড়দের মধ্যে যে প্রস্তুতি দেখেছি, তাতে আমার মনে হয়েছিল আমরা যেকোনো দলের বিপক্ষে লড়াইয়ের জন্য তৈরি।”
“এখন আমাদের সেই ধারা বজায় রাখতে হবে। আমার মনে হয়, আমাদের কাজের উদ্দেশ্যই হলো আমাদের সমর্থকদের খুশি করা। আশা করি আজকের রাতের পর তারা খেলোয়াড় ও দলকে নিয়ে গর্ব বোধ করছেন।”
আর্সেনালের কোচ হিসেবে নিজের এই অর্জনের পেছনে প্রাক্তন গুরু গুয়ার্দিওলাকেও স্মরণ করেন আর্তেতা। গানারদের দায়িত্ব নেওয়ার আগে তিন বছর গুয়ার্দিওলার সহকারী কোচ হিসেবে সিটিতে ছিলেন তিনি।
“আজ সকালে আমি পেপকে ফোন করেছিলাম, কারণ আমি আজ এখানে তার কারণেই। খেলোয়াড় ও কোচ হিসেবে তিনি আমার জন্য সবসময়ই অনুপ্রেরণা ছিলেন। তার সঙ্গে চারটি অসাধারণ বছর কাটিয়েছি। আমি সবসময় তার প্রতি কৃতজ্ঞ থাকব।”
মন্তব্য করুন: