ফাইনালে ওঠার লড়াইয়ে কখন মাঠে নামবে বার্সা-আর্সেনাল

১৭ এপ্রিল ২০২৫

ফাইনালে ওঠার লড়াইয়ে কখন মাঠে নামবে বার্সা-আর্সেনাল

কোয়ার্টার-ফাইনালের লড়াই শেষে নির্ধারণ হয়েছে চ্যাম্পিয়নস লিগের এবারের আসরের সেমি-ফাইনালের চারটি দল। ফাইনালে ওঠার লড়াইয়ে শেষ চারে উঠেছে চারটি দেশের চারটি ভিন্ন ক্লাব ইংল্যান্ডের আর্সেনাল, স্পেনের বার্সেলোনা, ফ্রান্সের পিএসজি ও ইতালির জার্মানি।

বুধবার রাতে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে পা রাখে আর্সেনাল। দুই লেগ মিলিয়ে তারা এগিয়ে থাকে ৫-১ গোলে। ফাইনালে ওঠার লড়াইয়ে গানাররা পেয়েছে পিএসজিকে। গত মঙ্গলবার অ্যাস্টন ভিলার কাছে ৩-২ গোলে হারলেও ৫-৪ গোলের অগ্রগামিতায় সেমি-ফাইনালে যায় ফরাসি ক্লাবটি।

প্রথম লেগের লড়াইয়ে আগামী ২৯ এপ্রিল এমিরেটস স্টেডিয়ামে মাঠে নামবে আর্সেনাল ও পিএসজি। ফিরতি লেগ পিএসজির ঘরের মাঠে ৭ মে।

অন্যদিকে মঙ্গলবার গত আসরের রানার্স-আপ বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ৩-১ গোলে হারা বার্সেলোনা সেমি-ফাইনালে ওঠে দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে এগিয়ে থেকে। শেষ চারে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান। বুধবার দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের সঙ্গে ২-২ গোলে ড্র করে ইতালিয়ান ক্লাবটি। দুই লেগ মিলিয়ে তার এগিয়ে থাকে ৪-৩ ব্যবধানে।

আগামী ৩০ এপ্রিল অলিম্পিক স্টেডিয়ামে সেমি-ফাইনালের প্রথম লেগে ইন্টারের মুখোমুখি হবে বার্সেলোনা। সান সিরোতে ফিরতি লেগ ৬ মে।

১ জুন মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত হবে এবারের আসরের শিরোপা লড়াই।

সেমি-ফাইনাল লাইন-আপ:

আর্সেনাল – পিএসজি

বার্সেলোনা – ইন্টার মিলান

মন্তব্য করুন: