লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়ন করলেন ফন ডাইকও 

১৭ এপ্রিল ২০২৫

লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়ন করলেন ফন ডাইকও 

দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটিয়ে লিভারপুলের সঙ্গে দুই বছরের চুক্তি নবায়ন করেছেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক। ২০২৭ সাল পর্যন্ত ইংলিশ ক্লাবটির সঙ্গে থাকবেন এই ডাচ মিডফিল্ডার।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ফন ডাইকের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয় লিভারপুল। বর্তমান চুক্তি আগামী জুনে শেষ হওয়ার কথা ছিল।

গত কয়েক মাস ধরে দলের অন্যতম দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় মোহাম্মদ সালাহ ও ফন ডাইকের সঙ্গে চুক্তি নবায়নের বিষয় নিয়ে টানাপোড়েন চলছিল ক্লাবটির। তবে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত শুক্রবার অলরেডদের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ান সালাহ।

২০১৭ সালে রেকর্ড ৭ কোটি ৫ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে লিভারপুলে যোগ দেন ফন ডাইক। সে সময় এটি একজন ডিফেন্ডারের জন্য সর্বোচ্চ ট্রান্সফার ফি ছিল। এরপর থেকে তিনি হয়ে ওঠেন ক্লাবের রক্ষণভাগের অবিচ্ছেদ্য স্তম্ভ।

চুক্তি নবায়নের পর বিবৃতিতে ফন ডাইক বলেন, “এটা এক গর্বের অনুভূতি, এক আনন্দের অনুভূতি। আমার ক্যারিয়ারের এই যাত্রায় লিভারপুলের সঙ্গে আরও দুই বছর থাকার সুযোগ পেয়ে আমি দারুণ খুশি। 

তবে মৌসুমের শুরুতে আলোচনার পরও চুক্তি নবায়ন আটকে গিয়েছিল কিছু জটিলতায়। এমনকি গত মাসেও ফন ডাইক জানিয়েছিলেন, আগামী মৌসুমে লিভারপুলে না থাকার শঙ্কার কথা। কিন্তু শেষ পর্যন্ত সেই অনিশ্চয়তা কাটিয়ে আবারও অ্যানফিল্ডেই থাকার সিদ্ধান্ত নিলেন ৩৩ বছর বয়সী ডাচ তারকা।

২০১৮-১৯ মৌসুমে লিভারপুলের হয়ে নিজের প্রথম পূর্ণ মৌসুমেই প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন ফর ডাইক। একই মৌসুমে ক্লাবটি জেতে চ্যাম্পিয়নস লিগ। সেবার উয়েফা বর্ষসেরা ফুটবলারের খেতাবও জিতেছিলেন তিনি। লিওনেল মেসির কাছে ২০১৯ সালের ব্যালন ডিঅর হারিয়ে ছিলেন দ্বিতীয় স্থানে।

পরের মৌসুমে লিভারপুলকে ৩০ বছর পর প্রথমবারের মতো লিগ শিরোপা জেতাতে বড় অবদান রাখেন ফন ডাইক। চলতি মৌসুমে শেষ ৬ ম্যাচে ৬ পয়েন্ট পেলেই প্রিমিয়ার লিগ যুগের দ্বিতীয় শিরোপা ঘরে তুলবে অলরেডরা।

মন্তব্য করুন: