ইতিহাসে অনুপ্রেরণা খুঁজে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ম্যান ইউর
১৮ এপ্রিল ২০২৫

ইউরোপা লিগের সেমি-ফাইনালে উঠতে ১৯৯৯ সালের ম্যানচেস্টার ইউনাইটেডের ঐতিহাসিক ট্রেবল জয়ের প্রামাণ্যচিত্র দেখে অনুপ্রেরণা খুঁজেছিলেন কোচ রুবেন আমুরি। সেই অনুপ্রেরণাই যেন কাজে দিয়েছে তাদের। কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লেখে শেষ চারে উঠেছে রেড ডেভিলরা।
বৃহস্পতিবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে ফিরতি লেগের ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ দিকের সাত মিনিটে ৩ গোল করে অলিম্পিক লিওঁকে ৫-৪ গোলে হারায় ইউনাইটেড। দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলের অগ্রগামিতায় সেমি-ফাইনালে পা রাখে আমুরির দল।
এদিন ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইউনাইটেড। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে সমতায় ফিরে একজন কম খেলোয়াড় নিয়ে খেলা অতিরিক্ত সময়ে নিয়ে যায় লিওঁ। সেখানে আরও দুই গোলে জয়ের প্রস্তুতিও নিচ্ছিল তারা। এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে প্রত্যাবর্তন করে স্বাগতিকরা।
এই ম্যাচের নাটকীয়তায় যেন মিল খুঁজে পায় ১৯৯৯ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের সঙ্গে। সেবার যোগ করা সময়ে টেডি শেরিংহ্যাম ও ওলে গানার সোলশায়েরের গোলে বায়ার্ন মিউনিখকে হারিয়ে শিরোপা জিতেছিল ইউনাইটেড। সেই মৌসুমে প্রথম ইংলিশ ক্লাব হিসেবে তারা জেতে ট্রেবলও।
ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে আমুরি বলেন, “এই মুহূর্তগুলোর জন্য আমি ১৯৯৯ সালের প্রামাণ্যচিত্রটি দেখছিলাম অনুপ্রেরণা পাওয়ার জন্য। এটা ছিল এক অসাধারণ রাত। আমরা ক্লান্ত ছিলাম, ৪-২ গোলে পিছিয়ে পড়েছিলাম, একজন বেশি থাকা সত্ত্বেও মনে হচ্ছিল সব শেষ। কিন্তু এখানে কিছুই কখনো শেষ হয়ে যায় না। এখানে সবকিছুই সম্ভব। আপনি পরিবেশটা অনুভব করতে পারবেন।”
ইউনাইটেডের ফিরে আসা শুরু হয় ১১৪তম মিনিটে ব্রুনো ফের্নান্দেসের পেনাল্টি থেকে করা গোল দিয়ে। এরপর ১২০তম মিনিটে দলকে সমতায় ফেরান বদলি হিসেবে নামা কোবি মেইনু। অতিরিক্ত সময়ের যোগ করা সময়ের প্রথম মিনিটে হ্যারি ম্যাগুইয়ার হেডে বল জালে জড়িয়ে উল্লাসে মাতান ওল্ড ট্র্যাফোর্ডকে।
স্টেডিয়ামের আবহ নিয়ে আমুরি বলেন, “স্টেডিয়ামের শব্দ ছিল জীবনের সেরা। কেউ কেউ জার্সি, স্কার্ফ সংগ্রহ করেন। আমি ওই শব্দটা সংরক্ষণ করতে চাই। এটা পৃথিবীর সেরা শব্দ।”
“যারা ৪-২ অবস্থায় যানজট এড়াতে স্টেডিয়াম ছেড়ে গিয়েছিলেন, তাদের জন্য খারাপ লাগছে। তারা এখন নিশ্চয়ই আফসোসে পুড়ছেন। আমরা জানি, আমরা পারফর্ম করতে পারিনি এবং সমালোচনার যোগ্য। তবে এখনও সময় আছে এই মৌসুমকে বিশেষ কিছু বানানোর।”
মন্তব্য করুন: