রিয়ালের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই, জানালেন আনচেলত্তি
২০ এপ্রিল ২০২৫

চ্যাম্পিয়নস লিগ থেকে আর্সেনালের কাছে বাজেভাবে হেরে বিদায়ের পর থেকে রিয়াল মাদ্রিদে কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন বাড়তে থাকে। তবে ইতালিয়ান এই কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ক্লাবের সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই। মৌসুম শেষে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন তিনি।
গত বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে আর্সেনালের কাছে ২-১ গোলে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় রিয়াল। এরপরই কোচ হিসেবে আনচেলত্তির থাকা না থাকা নিয়ে গুঞ্জন শুরু হয়। ইউরোপের বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয়, কোপা দেল রের ফাইনালের পরই রিয়ালের দায়িত্ব ছাড়বেন তিনি। ক্লাবের সঙ্গে সম্পর্কটাও তার ভালো যাচ্ছে না। তবে এসব কিছুকে গুজব বলেই উড়িয়ে দিলেন ৬৫ বছর বয়সী এই কোচ।
রোববার লা লিগায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, “আমি খেলোয়াড়দের এবং ক্লাবের সঙ্গে কথা বলেছি। আমরা সবাই একই চিন্তা করছি, তা হলো বাকি শিরোপাগুলোর জন্য লড়াই চালিয়ে যাব।”
“ক্লাবের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। আমরা সবাই একই নৌকায়। যারা বলছে আমার সঙ্গে ক্লাব বা প্রেসিডেন্টের কোনো বিরোধ আছে, তারা মিথ্যা বলছে।”
২০২৬ সালের জুন পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি থাকা আনচেলত্তি জানান, মৌসুম শেষে দল এবং নিজের ভবিষ্যৎ নিয়ে ক্লাবের সঙ্গে আলোচনায় বসার কথা। এ সময় ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন নিয়েও মুখ খুলতে রাজি হননি তিনি।
“মৌসুম শেষে আমরা একসঙ্গে সব কিছু বিশ্লেষণ করবো। এই মুহূর্তে আমরা এখনও ট্রফির জন্য লড়ছি, সামনে কোপা দেল রে ফাইনাল আছে। এরপর মৌসুমের শেষে ক্লাব বিশ্বকাপও আছে। এখন এটা নিয়ে কথা বলা সমীচীন হবে না।”
আগামী ১৮ জুন যুক্তরাষ্ট্রের মায়ামিতে সৌদি আরবের দল আল-হিলালের বিপক্ষে ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে রিয়াল।
লা লিগায় শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে তালিকার দুইয়ে আছে রিয়াল। আগামী সপ্তাহে স্প্যানিশ কাপের ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে আনচেলত্তির দল।
মন্তব্য করুন: