লরিয়েসে বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ ইয়ামাল, দল রিয়াল মাদ্রিদ

২২ এপ্রিল ২০২৫

লরিয়েসে বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ ইয়ামাল, দল রিয়াল মাদ্রিদ

বার্সেলোনা ও স্পেনের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য লরিয়েস স্পোর্টস অ্যাওয়ার্ডের বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন লামিনে ইয়ামাল। অন্যদিকে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগাসহ একাধিক শিরোপা জিতে বর্ষসেরা দলের খেতাব জিতেছে রিয়াল মাদ্রিদ।

সোমবার মাদ্রিদে জমকালো এক অনুষ্ঠানে গত এক বছরের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বিভিন্ন খেলার ক্রীড়াবিদদের এই পুরস্কার দেওয়া হয়। এটি ছিল লরিয়েস স্পোর্টস অ্যাওয়ার্ডের ২৫তম আসর।

চলতি মৌসুমে বার্সেলোনার দুর্দান্ত ছন্দে থাকার পেছনে বড় ভূমিকা রেখেছেন ইয়ামাল। ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪টি গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন ২২টি।

ক্লাব ছাড়াও জাতীয় দলের হয়েও দুর্দান্ত ছন্দে আছেন প্রজন্মের অন্যতম সেরা প্রতিভা হিসেবে পরিচিত ইয়ামাল। স্পেনকে তৃতীয়বারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের (ইউরো) শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি। সে সময় ১৬ বছর বয়সে ইউরোতে অংশ নিয়ে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে টুর্নামেন্টে অংশগ্রহণের রেকর্ড গড়েছিলেন তিনি। টুর্নামেন্টে ১ গোল করার পাশাপাশি ৪টি গোলে সহায়তা করেছিলেন।

রিয়ালের বর্ষসেরা দলের পুরস্কার হাতে মদ্রিচ ও কারভাহালঅন্যদিকে গত মৌসুমে দুর্দান্ত সময় পার করে রিয়াল। রেকর্ড ৩৬ বারের মতো লা লিগার শিরোপা জয় ছাড়াও রেকর্ড ১৫ বারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতে তারা। জিতেছে উয়েফা সুপার কাপের শিরোপাও। এছাড়া চলতি মৌসুমে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপাও ঘরে তোলে স্প্যানিশ ক্লাবটি।

মন্তব্য করুন: