বার্সার বিপক্ষে ফাইনাল দিয়ে মাঠে ফিরতে পারেন এমবাপ্পে
২৩ এপ্রিল ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফির কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগের পর চোটের কারণে থেকে মাঠের বাইরে আছেন কিলিয়ান এমবাপ্পে। ইউরোপ ক্লাব সেরার আসর থেকে বিদায় নেওয়ায় এখন লা লিগা ও স্প্যানিশ কাপের শিরোপা লড়াইয়ে টিকে আছে রিয়াল মাদ্রিদ। আর বার্সেলোনার বিপক্ষে কাপের ফাইনাল দিয়ে এমবাপ্পে মাঠে ফিরতে পারেন বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
গত বুধবার ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের ফিরতি লেগের ম্যাচ গোড়ালির চোট নিয়ে মাঠ ছাড়েন এমবাপ্পে। এরপর ২-১ গোলে ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় রিয়াল।
বুধবার রাতে লিগ ম্যাচে গেতাফের বিপক্ষে মাঠে নামবে। এমবাপ্পেকে ছাড়া আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় পায় রিয়াল। লিগ শিরোপা দৌড়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে আছে আনচেলত্তির দল। হাতে আছে ৬ ম্যাচ। আগামী শনিবার কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে তারা।
এমবাপ্পে ছাড়াও গেতাফের বিপক্ষে ফেরলঁ মঁদিকে পাবে না রিয়াল। ফরাসি এই ডিফেন্ডার হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, “এমবাপ্পে ও মঁদি আগামীকালের জন্য প্রস্তুত না, তবে তারা অনুশীলনে ফিরবে। আমি মনে করি শনিবারের ফাইনালের জন্য প্রস্তুত থাকবে।”
অন্যদিকে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর আনচেলত্তিকে ছাটাইয়ের জোরাল গুঞ্জন শুরু হয়েছে। ইউরোপের বিভিন্ন গণমাধ্যমের মতে, রিয়াল পরবর্তী কোচ হিসেবে দায়িত্ব পেতে পারেন বায়ার লেভারকুজেন কোচ শাবি আলোনসো অথবা লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপ। তবে এইসবে একদমই কান দিচ্ছেন না আনচেলত্তি।
“ক্লাব জানে, এটি গত মৌসুমের তুলনায় কিছুটা জটিল বছর। আমরা একসঙ্গে এই কঠিন সময় সামাল দিচ্ছি। এখনও আমাদের হানিমুন চলছে। আমি খুব খুশি, অনেক চাপের মধ্যেও। তবে চাপ তো সব সময়ই থাকে। চাপ আমাকে বিরক্ত করে না, বরং আমাকে জ্বালানি দেয়। এটা আমাকে আরও বেশি করে ভাবার শক্তি দেয়। যতদিন সকালে ঘুম থেকে উঠতে পারি, ততদিন সব ঠিক আছে।”
মন্তব্য করুন: