বার্সার বিপক্ষে ফাইনালের আগে রিয়ালের ২ ফুটবলারের চোট
২৪ এপ্রিল ২০২৫

চলতি মৌসুমে বার্সেলোনার বিপক্ষে দু’বারের দেখায় রীতিমত ধরাশায়ী হয়েছে রিয়াল মাদ্রিদ। এবার চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে স্প্যানিশ কাপের শিরোপা লড়াইয়ের আগে বড় একটা ধাক্কা খেয়েছে তারা। লা লিগার ম্যাচে চোট পাওয়ার কারণে সেই ম্যাচ থেকে প্রায় ছিটকে গেছেন দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় দাভিদ আলাবা ও এদুয়ার্দো কামাভিঙ্গা।
বুধবার গেতাফের মাঠে লিগ ম্যাচে ১-০ গোলের জয়ে শিরোপা লড়াই বাঁচিয়ে রেখেছে রিয়াল। ম্যাচের ২১তম মিনিটে বক্সের বাইরে থেকে একমাত্র গোলটি করেন আর্দা গুলের।
এদিন শুরুর একাদশে দলের হয়ে মাঠে নামেন ডিফেন্ডার আলাবা। অন্যদিকে বদলি হিসেবে মাঠে নামেন মিডফিল্ডার কামাভিঙ্গা। কিন্তু কেউই পুরো ম্যাচ শেষ করতে পারেননি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই দুই ফুটবলারকে নিয়ে ভালো কোনো খবর দিতে পারেননি কোচ কার্লো আনচেলত্তি।
“আগামীকাল মেডিকেল পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। তবে (আলাবা ও কামাভিঙ্গা) দুজনই পায়ের মাংসপেশীর চোটে পড়েছে। শনিবারের ফাইনালে তাদের খেলা খুবই অনিশ্চিত মনে হচ্ছে।”
আগামী শনিবার ১৪ বছর পর কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল ও বার্সেলোনা। চোটের কারণে আগে থেকেই দলের বাইরে আছেন রক্ষণভাগের আরেক খেলোয়াড় ফেরলঁ মঁদি। শিরোপা লড়াইয়ে ফরাসি এই ডিফেন্ডারকে পাওয়া নিয়েও শঙ্কা রয়েছে।
লা লিগায় ৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে বার্সেলোনা আছে তালিকার শীর্ষে। চলতি মৌসুমে এরই মধ্যে লিগ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৪-০ গোলে এবং স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৫-২ গোলে হারিয়েছে হানসি ফ্লিকের দল।
শিরোপা লড়াইয়ে প্রতিপক্ষকে ফেবারিট মানলেও আশা ছাড়ছেন না আনচেলত্তি।
“কেউ হয়তো ফেভারিট হতে পারে। কিন্তু ফাইনাল মানেই অপ্রত্যাশিত কিছু ঘটার সুযোগ। আমাদের ভালোভাবে রক্ষণ সামলাতে হবে, তবে সামনে সুযোগ পাবোই। আজকের জয়টা আত্মবিশ্বাস বাড়াবে। প্রথমার্ধটা ভালো ছিল এবং শেষ দিকে কঠিন হয়েছে। তবে আমরা জিতেছি।”
মন্তব্য করুন: