আবারও ব্রাজিলের কোচ হওয়ার ‘আলোচনায়’ আনচেলত্তি

২৫ এপ্রিল ২০২৫

আবারও ব্রাজিলের কোচ হওয়ার ‘আলোচনায়’ আনচেলত্তি

কার্লো আনচেলত্তির ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন আগেও একবার উঠেছিল। কিন্তু রিয়াল মাদ্রিদের সঙ্গে ইতালিয়ান এই কোচের চুক্তি নবায়ন হওয়ায় সেটা আর ডালপালা মেলেনি। এবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে স্প্যানিশ ক্লাবটির বিদায়ের পর সম্ভাবনা আবার জেগেছে। ইএসপিএন ব্রাজিলের দাবি অনুযায়ী, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের নতুন কোচ হিসেবে আবারও প্রথম পছন্দ হিসেবে আছেন আনচেলত্তি।

গত মাসে আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হওয়ার পর কোচ দরিভাল জুনিয়োরকে বরখাস্ত করে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) দেশটির পরবর্তী কোচ হিসেবে সৌদি প্রো লিগের দল আল-হিলালের কোচ জোর্জ হেসুসকে বিকল্প হিসেবে বিবেচনায় রেখেছে তারা।

২০২২ বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায়ের পর থেকে সিবিএফ সভাপতি এনালদো রদ্রিগেস ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তিকেই দায়িত্ব দিতে চাচ্ছিলেন। এমনকি সে সময় আনচেলত্তির দায়িত্ব নেওয়া কেবল সময়ের ব্যাপার বলেও জানিয়েছিলেন তিনি। কিন্তু ২০২৩ সালে আনচেলত্তি রিয়ালের সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করায় দরিভালকে কোচের দায়িত্ব দেওয়া হয়। 

অন্যদিকে রিয়ালের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি আছে আনচেলত্তির। তবে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের দুই লেগ মিলিয়ে আর্সেনালের কাছে - গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের পর ক্লাবটিতে তার ভবিষ্যৎ নিয়ে বেশ অনিশ্চয়তা দেখা দিয়েছে।

লা লিগায় এখনও শিরোপার দৌড়ে রিয়াল। তবে শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে পয়েন্ট পিছিয়ে আছে তারা, হাতে আছে পাঁচটি ম্যাচ। 

এক প্রতিবেদনে ইএসপিএন জানায়, শনিবার বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালটি কাছ থেকে পর্যবেক্ষণ করবে সিবিএফ। এই ম্যাচে হারলে আনচেলত্তির চাকরি হারানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সম্প্রতি নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, “এই মুহূর্তে বলার কিছু নেই। মৌসুম শেষেই আলোচনা হবে। 

ইএসপিএনের সূত্র অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আনচেলত্তির প্রতিনিধিদের সঙ্গে আবারও কথা বলা শুরু করে সিবিএফ। একজন এজেন্ট এবং দুজন ব্রাজিলিয়ান মধ্যস্থতাকারী বর্তমানে মাদ্রিদে রয়েছেন। প্রতিদিনের আপডেট পাঠানোর পাশাপাশি আনচেলত্তির ছেলে দাভিদে তার প্রতিনিধিদের সঙ্গে তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে রিয়ালের সঙ্গে আনচেলত্তির ভবিষ্যৎ চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিক পদক্ষেপ নেবে না বলে নিশ্চিত করেছে সূত্রটি। 

তবে ইউরোপে প্রতিনিধি থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে সিবিএফ। তাদের দাবি, এই বিষয়টি নিয়ে দায়িত্বে থাকা জাতীয় দলের কো-অর্ডিনেটর রদ্রিগো কায়েতানো এবং প্রেসিডেন্ট রদ্রিগেস ছাড়া এই বিষয়ে সিবিএফের কারোরই কথা বলার অনুমতি নেই।

ইএসপিএনের মতে, আগামী কয়েক সপ্তাহের নতুন কোচের নাম চূড়ান্ত করতে চাইছে সিবিএফ, যেন আগামী জুনের বিশ্বকাপ বাছাইপর্বের জন্য তিনি দলকে প্রস্তুত করতে পারেন।

তবে আনচেলত্তি প্রথম পছন্দ হলেও জেসুসকে পুরোপুরি তালিকা থেকে বাদ দিচ্ছে না সিবিএফ। আল-হিলালের সঙ্গে তার ক্লাব বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও ব্রাজিলের দায়িত্ব নিতে আগামী মাসেই ক্লাব ছাড়ার সমঝোতায় পৌঁছাতে পারেন তিনি।

মন্তব্য করুন: