৭ মাস পর বার্সা স্কোয়াডে টের স্টেগেন
২৫ এপ্রিল ২০২৫

মৌসুমের শুরুর দিকে চোট নিয়ে মাঠ থেকে ছিটকে গিয়েছিলেন বার্সেলোনার মূল গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন। সে সময় ধারণা করা হচ্ছিল পুরো মৌসুমে মাঠের বাইরে থাকতে হতে পারে জার্মান এই গোলকিপারকে। তবে সময়ের আগেই চোট থেকে সেরে ওঠায় তাকে নিয়েই কোপা দেল রের ফাইনালের দল ঘোষণা করেছেন বার্সেলোনা কোচ হানসি ফ্লিক।
গত বছর ২২ সেপ্টেম্বর লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ৫-১ গোলে জয়ের ম্যাচে হাঁটুতে চোট নিয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যান টের স্টেগেন। তবে প্রত্যাশিত সময়ের আগেই সুস্থ হয়ে ওঠায় গত মাসে অনুশীলনে ফেরেন ৩২ বছর বয়সী এই গোলকিপার।
টের স্টেগেনের বদলি হিসেবে ভয়চেক স্ট্যান্সনিকে দলে নেয় বার্সেলোনা। দুর্দান্ত পারফরম্যান্স করে বর্তমানে দলের প্রধান গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন অবসর ভেঙে মাঠে ফেরা পোল্যান্ডের এই গোলরক্ষক।
শনিবার রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনালকে সামনে রেখে শুক্রবার ম্যাচের স্কোয়াড ঘোষণা করেন ফ্লিক। তবে এই ম্যাচে গোলবারের দায়িত্ব কে সামলাবেন সে বিষয়ে কিছু জানানো হয়নি। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে শিরোপা লড়াইয়ে স্ট্যান্সনির খেলার সম্ভাবনাই বেশি।
চলতি মৌসুমে এখন পর্যন্ত দু’বার রিয়ালের মুখোমুখি হয়ে দু’বারই তাদের বিধ্বস্ত করে জয়ে পেয়েছে বার্সেলোনা। গত জানুয়ারিতে দু’দলের সবশেষ দেখায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৫-২ গোলের জয় পায় ফ্লিকের দল।
কোপা দেল রে ছাড়াও লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ের দৌড়ে আছে বার্সেলোনা। লিগে রিয়ালের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে তারা। চ্যাম্পিয়নস লিগে ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান।
মন্তব্য করুন: