বার্সার শেষ মুহূর্তের গোল নিয়ে আক্ষেপ আনচেলত্তির

২৭ এপ্রিল ২০২৫

বার্সার শেষ মুহূর্তের গোল নিয়ে আক্ষেপ আনচেলত্তির

একটা সময় ২-১ গোলে এগিয়ে থেকে জয়ের সুবাস পাচ্ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু শেষ মুহূর্তে এক গোল খাওয়ায় ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়, যেখানে জুল কুন্দের গোলে স্প্যানিশ কাপের শিরোপা জেতে বার্সেলোনা। এভাবে শিরোপা হাতছাড়া হওয়ায় ভীষণ হতাশ রিয়াল কোচ কার্লো আনচেলত্তি এখন লা লিগা শিরোপার জন্য বার্সার মাঠে লড়াই চালানোর প্রত্যাশার কথা জানিয়েছেন।

সেভিয়ায় শনিবার রাতে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ার পর রিয়াল ঘুরে দাঁড়িয়ে এগিয়ে গেলেও ৮৪তম মিনিটে পাল্টা আক্রমণে বার্সার ফরোয়ার্ড ফেররান তোরেসের গোলে কাতালান ক্লাবটি সমতা ফেরায়।

ওই গোল নিয়ে ম্যাচের পর সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, “আমরা জয়ের কাছাকাছি ছিলাম, কিন্তু একেবারে শেষ দিকে অদ্ভুত এক গোল খেয়ে বসি... ডিফেন্সের পেছনে বল চলে যায়... তবে বার্সার বিরুদ্ধে এটা হতেই পারে।

আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি, কাছাকাছি পৌঁছেছিলাম... দ্বিতীয়ার্ধটি খুব ভালো ছিল, কিন্তু এটাই ফুটবল। ম্যাচটি সমানতালে চলছিল। বার্সা প্রথমার্ধে ভালো খেলেছিল, আমরা দ্বিতীয়ার্ধে।

দলের ব্যাপারে বলার কিছু নেই, সবাই কঠোর লড়াই করেছে। আমরা ভালোভাবেই প্রতিদ্বন্দ্বিতা করেছি। যদি জিততাম, সেটাও অস্বাভাবিক কিছু হতো না। আমরা দারুণ খেলছিলাম, কিন্তু শেষ মুহূর্তে ধাক্কা খেলাম...।

চলতি মৌসুমে ধারাবাহিকতার অভাবে ভোগা রিয়াল মাদ্রিদের সামনে এখন কেবল লা লিগা জয়ের সম্ভাবনা টিকে আছে।

গত মৌসুমের স্প্যানিশ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ আর্সেনালের কাছে লজ্জাজনক হারে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়ে। লা লিগার শিরোপার দৌড়ে বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে আছে তারা; হাতে আছে পাঁচটি ম্যাচ। আগামী ১১ মে বার্সেলোনার মাঠে মৌসুমের শেষ ক্লাসিকোতে শিরোপার ভাগ্য নির্ধারিত হতে পারে।

ওই ম্যাচ নিয়ে রিয়াল কোচ বলেন, “আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং লা লিগার আসন্ন ম্যাচেও বার্সার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা আজকের রাতের মতোই লড়ব।

আমাদের লিগ শিরোপার জন্য লড়াই চালিয়ে যেতে হবে। আমরা সমানে সমানে ম্যাচ খেলেছি এবং কাপ জয়ের খুব কাছে গিয়েছিলাম। কাপ তুলতে না পারায় কষ্ট লাগছে। তবে আমার খেলোয়াড়দের কিছু বলার নেই, কারণ তারা তাদের কাজটা ঠিকঠাক করেছে।

নিজের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন প্রসঙ্গে আনচেলত্তি কোনো মন্তব্য করতে চাননি। ব্রাজিল জাতীয় দলের কোচের পদে যাওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, “আমি থাকতে পারি, সরে যেতে পারি, তবে এটা আগামী কয়েক সপ্তাহের বিষয়, আজকের নয়...।

মন্তব্য করুন: