স্প্যানিশ কাপ জিতে ট্রেবলে চোখ বার্সা কোচের

২৭ এপ্রিল ২০২৫

স্প্যানিশ কাপ জিতে ট্রেবলে চোখ বার্সা কোচের

রিয়াল মাদ্রিদকে অতিরিক্ত সময়ে যাওয়া রুদ্ধশ্বাস ফাইনালে ৩-২ গোলে হারিয়ে কোপা দেল রে ট্রফি জেতার পর দারুণ উচ্ছ্বসিত বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। মৌসুমের বাকি দুটি শিরোপা জিতে ট্রেবল অর্জনের লক্ষ্য থাকলেও আপাতত শিষ্যদের উদযাপনে বাধা দিচ্ছেন না জার্মান এই কোচ।

শনিবার রাতের এই জয়ে রেকর্ড ৩২তম স্প্যানিশ কাপ ঘরে তোলে কাতালান ক্লাবটি। ম্যাচের পর ফ্লিক জানান, ট্রেবল জয়ের লক্ষ্যে ছুটতে থাকা তার খেলোয়াড়দের এখন উদযাপনে বাধা দেওয়া উচিত নয়। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচ নিয়ে পরে ভাবা যাবে।

এটি নিঃসন্দেহে এক নিখুঁত রাত ছিল। আমি খুব গর্বিত। খেলোয়াড়রা যা করছে, যেভাবে লড়ছে তা অসাধারণ। আমি সত্যিই তাদের প্রচেষ্টা এবং কখনও হার না মানার মানসিকতার প্রশংসা করি। ক্লাব, সমর্থকরা – সবাই এই দলের জন্য গর্বিত।

রিয়াল মাদ্রিদের মতো দলের বিরুদ্ধে এল ক্লাসিকোর মতো গুরুত্বপূর্ণ ম্যাচে শিরোপা জয় সবসময়ই বিশেষ কিছু। আমি আমার খেলোয়াড়দের জন্য এবং গ্যালারিতে থাকা হাজার হাজার সমর্থকদের জন্য আনন্দিত।

এখন আমাদের উচিত উদযাপন করা এবং এরপর আমাদের লক্ষ্য হবে রিকভার, রিকভার ও রিকভার। ট্রেবল জয়ের সুযোগ আছে, তবে আমাদের কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে।

দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনা এ মৌসুমে টানা তৃতীয়বারের মতো রিয়ালকে হারাল। এর আগে অক্টোবরে লা লিগায় সান্তিয়াগো বের্নাবেউয়ে ৪-০ গোলে এবং জানুয়ারিতে সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে ৫-২ গোলে তাদের হারিয়েছিল ফ্লিকের দল।

লা লিগার পয়েন্ট তালিকায় বার্সেলোনা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। বুধবার ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের পর তারা লিগে তলানিতে থাকা ভায়াদলিদের মুখোমুখি হবে। এরপর ১১ মে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগার ম্যাচে নামবে ফ্লিকের দল। এই ম্যাচ দিয়ে নির্ধারিত হতে পারে মৌসুমের শিরোপার ভাগ্য।

মন্তব্য করুন: