৪ ম্যাচ হাতে রেখে প্রিমিয়ার লিগ জিতল লিভারপুল
২৮ এপ্রিল ২০২৫

শিরোপা নিশ্চিতের মঞ্চটা আগেই প্রস্তুত করা ছিল অ্যানফিল্ডে। ঘরের মাঠে কেবল এক পয়েন্ট পেলেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিজেদের করে নেবে লিভারপুল। তবে টটনাম হটস্পারের কাছে শুরুতেই গোল হজম করে সেউ উৎসবে যেন কিছুটা ভাটা পড়েছিল। কিন্তু দাপুটে ফুটবলে ঘুরে দাঁড়িয়ে প্রতিপক্ষকে বিধ্বস্ত করে চার ম্যাচ হাতে রেখেই শিরোপা নিজেদের করে নিয়েছে আর্নে স্লটের দল।
রোববার ঘরের মাঠে টটনামকে ৫-১ গোলে উড়িয়ে ২০তম লিগ শিরোপা জিতেছে লিভারপুল। ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে তাদের সমান শিরোপা আছে কেবল ম্যানচেস্টার ইউনাইটেডের।
ম্যাচের ১২তম মিনিটে দমিনিক সোলাঙ্কের গোলে এগিয়ে যায় টটনাম। আর এতেই যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে লিভারপুর। প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে তিন গোল দেয় তারা, ১৬তম মিনিটে যার শুরুটা করেন লুইস দিয়াস। এর আট মিনিট পর স্কোরশিটে নাম তোলেন আলেক্সিস মাক আলেস্তের। ৩৪তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন কোডি হাপকো।
বিরতির পর গোল উৎসবে যোগ দেন চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা মোহাম্মদ সালাহ। ৬৩তম মিনিটে চলতি মৌসুমে নিজের ২৮তম গোলটি করেন মিশরের এই তারকা ফরোয়ার্ড। এর মিনিট ছয়েক বড় আত্মঘাতী গোলে আরও এগিয়ে যায় অলরেডরা।
চার ম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়ন হয়ে যাওয়া লিভারপুলের ৩৪ ম্যাচে ২৫ জয় ও ৭ ড্রয়ে পয়েন্ট ৮২। সমান ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।
প্রিমিয়ার লিগ যুগ শুরুর আগে ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে আধিপত্য বিস্তার করত লিভারপুল। কিন্তু প্রিমিয়ার লিগ যুগ শুরুর পর তাদের প্রথম শিরোপার জন্য অপেক্ষা করতে হয়েছিল ৩০ বছর। ২০১৯-২০ মৌসুমে সেই আক্ষেপ দূর হয়। এবার ম্যানচেস্টার সিটির টানা চার বছরের আধিপত্যের ইতি টেনে চিরপ্রতিপ্রদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড স্পর্শ করল লিভারপুল।
মন্তব্য করুন: