‘জুনে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন আনচেলত্তি’

২৯ এপ্রিল ২০২৫

‘জুনে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন আনচেলত্তি’

কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পাওয়ার জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) অবশেষে দেশটির সেই আশা হয়তো পূরণ হতে চলেছে। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, আসছে জুনে আনচেলত্তির কোচিংয়ে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের দুটি ম্যাচ খেলার ব্যাপারে আশাবাদী সিবিএফ।

বর্তমানে রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকা আনচেলত্তির সঙ্গে এখনও আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি ব্রাজিলের।

তবে এক প্রতিবেদনে ইএসপিএন জানায়, সাম্প্রতিক সময়ে দুপক্ষের মধ্যকার আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। ইতোমধ্যে আনচেলত্তি সিবিএফকে তার আগমনের জন্য প্রস্তুতি শুরু করার সবুজ সংকেত দিয়েছেন।

সিবিএফের প্রত্যাশা, লা লিগায় রিয়ালের শেষ ম্যাচের দুই দিন পর অর্থাৎ আগামী ২৬ মে রিও ডি জেনেইরোতে এসে ব্রাজিল দলের দায়িত্ব নেবেন আনচেলত্তি। 

এর আগে রোববার এক প্রতিবেদনে ইএসপিএন জানায়, শিগগিরই রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেসের সঙ্গে আলোচনায় বসবেন আনচেলত্তি। সেখানে মৌসুম শেষে চুক্তি শেষ না করেই পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিদায়ের বিষয়ে সিদ্ধান্ত হবে। ২০২৬ সালের জুন পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি আছে আনচেলত্তি। 

৬৫ বছর বয়সী আনচেলত্তি রিয়ালের অন্যতম সফল কোচদের একজন। দুই মেয়াদে ইতালিয়ান এই কোচের অধীনে তিনটি চ্যাম্পিয়নস লিগ দুটি লা লিগার শিরোপা জিতেছে তারা। তবে চলতি মৌসুমে সময়টা সুখকর যাচ্ছে না আনচেলত্তির। আর্সেনালের কাছে ধরাশায়ী হয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে তাদের। গত শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে অতিরিক্ত সময়ের গোলে হেরে কোপা দেল রের শিরোপা হাতছাড়া করেছে। এছাড়াও লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে পয়েন্ট পিছিয়ে আছে তারা।

গত মার্চ মাস থেকে কোনো কোচ ছাড়াই আছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে বাজেভাবে হারের পর তখনকার কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করে দেশটি।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে বর্তমানে পয়েন্ট তালিকার চার নম্বরে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী জুন একুয়েডর এবং জুন প্যারাগুয়ের বিপক্ষে বাছাইপর্বে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে তারা।

মন্তব্য করুন: