বিজয় মিছিলে সমর্থকদের সঙ্গে শিরোপা উদযাপন করবে লিভারপুল
২৯ এপ্রিল ২০২৫

টটনাম হটস্পারকে হারিয়ে চলতি মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে লিভারপুল। রেকর্ড ২০তম এই লিগ শিরোপা জয় উপলক্ষে আগামী ২৬ মে সমর্থকদের নিয়ে বিজয় মিছিল আয়োজনের ঘোষণা দিয়েছে ক্লাবটি।
২০২০ সালে ৩০ বছর পর ইংল্যান্ডের শীর্ষ লিগের শিরোপা জিতেছিল লিভারপুল। কিন্তু সেবার কোভিড অতিমারী চলায় বিধিনিষেধের কারণে সমর্থকদের সঙ্গে উদযাপনের সুযোগ পায়নি ক্লাবটি। সেটি ছিল প্রিমিয়ার লিগ যুগে লিভারপুলের প্রথম শিরোপা।
গত রোববার অ্যানফিল্ডে উৎসবমুখর পরিবেশে টটনামকে ৫-১ গোলে উড়িয়ে চার ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা জেতে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে তারা ১৫ পয়েন্টে এগিয়ে আছে।
১৫ কিলোমিটার দীর্ঘ এই বিজয় মিছিল শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা)। পুরো আয়োজনটি তিন থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত চলতে পারে।
এক বিবৃতিতে লিভারপুল সিটি কাউন্সিলের প্রধান লিয়াম রবিনসন বলেন, “লিভারপুলের বিজয় মিছিল শুধু ফুটবলের জন্য নয় – এটা আমাদের শহরের গর্ব, আবেগ আর কমিউনিটি স্পিরিটের উদযাপন। এত বড় পরিসরের একটি ইভেন্টের প্রস্তুতি জন্য পর্দার পেছনে অনেক কাজ করতে হয়। এটা নিয়ে অনেক আগে থেকেই পরিকল্পনা করা হচ্ছে।”
মন্তব্য করুন: