বিশ্বকাপ ব্যর্থতার জন্য বিসিবি যে তদন্ত কমিটি করেছে, তারা কি চন্ডিকা হাথুরুসিংহের বিপক্ষে তদন্ত করবে? জাতীয় দলের প্রধান কোচের বিপক্ষে অভিযোগ তো বিস্তর! তামিম ইকবালকে সরিয়ে দেবার পরিকল্পনা, ব্যাটিং অর্ডারের সন্দেহজনক পরিবর্তন, দলের ড্রেসিংরুমে নিজের ছেলেকে নিয়ে আসা, ফিক্সিং, কোচিং স্টাফের অন্য সদস্যদের কাজে হস্তক্ষেপ, ক্রিকেটারদের সঙ্গে দুর্ব্যবহার – আরও কত কী! সর্বশেষ তো গণমাধ্যমে খবর এসেছে, বিশ্বকাপের সময় বাংলাদেশের এক ক্রিকেটারকে থাপ্পড় পর্যন্ত মেরেছেন হাথুরু। এসব কি সত্যি? তদন্ত কমিটি কি সেটা খুঁজে বের করার চেষ্টা করবে? বিশেষত ক্রিকেটারকে থাপ্পড় মারাটা সত্যি হলে হাথুরুকে কি ঘাড়ধাক্কা দেয়া উচিত না? নট আউট নোমান-এ সে আলোচনাই।
মন্তব্য করুন: