অনুপ্রেরণার জন্য পাকিস্তান বারবার ফিরে যায় ১৯৯২ বিশ্বকাপে। ৩০ বছর আগের সেই টুর্নামেন্টের সঙ্গে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের তো অনেক মিল। ইমরান খানের পাকিস্তান কি তাই ফিরবে? নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে? দুই দলের শক্তি-দুর্বলতা, ইতিহাস-বর্তমান বিবেচনায় এই নিউজিল্যান্ড-পাকিস্তান সেমিতে আমার কাছে একটি দলের সম্ভাবনা ৫১%, অন্যটির ৪৯%। কোনটি এগিয়ে, কোনটি পিছিয়ে? নট আউট নোমান-এর সঙ্গে আপনার মিলছে কিনা, দেখুন তো!
মন্তব্য করুন: