অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম স্বর্ণ

২৮ আগস্ট ২০২৩

অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম স্বর্ণ

প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন অলিম্পিক চ্যাম্পিয়ন নিরাজ চোপড়া।

রোববার বর্শা নিক্ষেপের ফাইনালে ৮৮.১৭ মিটার দূরত্বে ছোড়েন তিনি। পেছনে ফেলেন পাকিস্তানের আরশাদ নাদিমকে।

টোকিও অলিম্পিকে সোনা জয়ী চোপড়াকে গত বিশ্ব চ্যাম্পিয়নশিপে রৌপ্য নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল।

কনুইয়ের অস্ত্রোপচার এবং হাঁটুর চোট থেকে ফেরা পাকিস্তানের নাদিম তৃতীয় চেষ্টায় এই মৌসুমে ব্যক্তিগত সেরা ৮৭.৮২ মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করে রৌপ্য জেতেন।

মেয়েদের ৮০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন কেনিয়ার ম্যারি মোরা।

রোববার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের শেষদিনে ৫ হাজার মিটার দৌড়ে সোনা জিতেছেন ইয়াকব ইনগেব্রিগসেন।

শেষ লেগে ফেমকে বোলের দুর্দান্ত দৌড়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের শেষ ইভেন্টে মেয়েদের ৪×৪০০ মিটার রিলের রোমাঞ্চকর ফাইনালে সোনা জিতেছে নেদারল্যান্ডস।

হাই জাম্পে সোনা জিতেছেন ইউক্রেনের ইয়ারোস্লাভা মাহুচিখ। এবারের চ্যাম্পিয়নশিপে যুদ্ধ বিধ্বস্ত দেশটির এটি একমাত্র সোনা।

রোববার মেয়েদের ৩ হাজার মিটার স্টিপলচেজে সোনা জিতেছেন বাহরাইনের উইনফ্রেড ইয়াভি।

ম্যারাথোনের সোনা জিতেছেন উগান্ডার ভিক্টর কিপ্লানগাট।

২ স্বর্ণ, ৮ রৌপ্য, ৯ ব্রোঞ্জ নিয়ে পদক তালিকার প্রথমে আছে যুক্তরাষ্ট্র। দুই নম্বের থাকা কানাডা পেয়েছে ৪ টি স্বর্ণ ও ২ টি ব্রোঞ্জ। ৪ টি স্বর্ণ, ১টি রৌপ্য নিয়ে স্পেন আছে তিন নম্বরে।

মন্তব্য করুন: