ইউএস ওপেনে জিতে রেকর্ড ছুলেন জোকোভিচ
১১ সেপ্টেম্বর ২০২৩
দানিল মেদভেদেভকে হারিয়ে ইউএস ওপেন জিতে মার্গারেট কোর্টের সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ডে সঙ্গী হয়েছেন নোভাক জোকোভিচ।
রোববার নিউ ইয়র্কে রাশিয়ার মেদভেদেভকে ৬-৩, ৭-৬, ৬-৩ সেটে হারান ৩৬ বছর বয়সী এই সার্বিয়ান।
চলতি বছরের শুরুর দিকে স্পেনের রাফায়েল নাদালের পুরুষদের ২২টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছাড়িয়ে যান জোকোভিচ। গত জুলাইয়ে উইম্বলডন ফাইনালে হারার পর দ্বিতীয় প্রচেষ্টায় এবার ইউএস ওপেনে পুরুষ ও নারী মিলিয়ে অস্ট্রেলিয়ান কোর্টের রেকর্ড ছুঁলেন তিনি।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম সেট সহজেই জিতে যান জোকোভিচ। তবে দ্বিতীয় সেটে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলেন মেদভেদেভ। যে সেটটি চলেছিল এক ঘণ্টা ৪৪ মিনিট ধরে।
তৃতীয় সেট জিতে মার্গারেট কোর্টের ৫০ বছরের সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে ভাগ বসান জোকোভিচ।
রেকর্ড গড়ে জোকোভিচ বলেন, “অবশ্যই এটি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি আমার শৈশবের স্বপ্নে বাস করছি।”
“এই খেলায় ইতিহাস তৈরি করা সত্যিই অসাধারণ কিছু, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না।”
“আমি কখনই ভাবিনি এখানে আসতে পারব। তবে গত কয়েক বছর ধরে আমি ভাবছিলাম ইতিহাস গড়ার একটা চেষ্টা করা যেতে পারে। যখন তা সামনেই, কেন সেটিকে নিজের করে নেব না?”
চলতি বছরের চারটি গ্র্যান্ড স্লামের তিনটিই জেতেন জোকোভিচ। প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে চতুর্থবারের মতো এই কীর্তি গড়লেন তিনি।
মন্তব্য করুন: