সাকিবের হয়ে নৌকায় ভোট চাইছেন সৌম্য-সাব্বির

৩ জানুয়ারি ২০২৪

সাকিবের হয়ে নৌকায় ভোট চাইছেন সৌম্য-সাব্বির

নিউ জিল্যান্ড সফর শেষ করে দেশে ফিরেই নির্বাচনী মাঠে নেমে পড়লেন সৌম্য সরকার। তার সঙ্গে দেখা গেল জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমান এবং নাজমুল ইসলাম অপুকেও। মাগুরা-১ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানের হয়ে তারা সবাই নির্বাচনী প্রচার করছেন। দ্বারে দ্বারে গিয়ে সৌম্যরা বলছেন, ‘সকাল সকাল গিয়ে নৌকায় ভোটটা দিয়েন।”

সাকিবের হয়ে নির্বাচনী প্রচারণা করতে রাজশাহীর সাব্বির আর সাতক্ষীরার সৌম্য চলে গেছেন মাগুরায়। দেশের ক্রিকেটাঙ্গনের অনেকেই যুক্ত হয়েছেন সাকিবের নির্বাচনী প্রচারে। এর মাঝে টি-টুয়েন্টি ওপেনার রনি তালুকদার, সাবেক পেসার রুবেল হোসেনও আছেন। বুধবার দুপুরে মাগুরা শহরের কাঁচাবাজার থেকে শুরু করে ঢাকা রোড হয়ে ভায়না মোড় ও কাটাখালী এলাকায় সাকিবের পক্ষে প্রচারণা চালান সৌম্য ও অন্য ক্রিকেটাররা। জাতীয় দলের এতজন ক্রিকেটার দেখে অনেক মানুষ ছুটে আসেন। তাদের সঙ্গে ছবিও তুলতে হয় ক্রিকেটারদের।

দীর্ঘ ফর্মহীনতার পর নিউ জিল্যান্ড সফরে গিয়ে বিধ্বংসী সেঞ্চুরি হাঁকান সৌম্য। বল হাতেও তার পারফরমেন্স ছিল দুর্দান্ত। তাই এই সফরকে সৌম্যর আন্তর্জাতিক প্রত্যাবর্তন হিসেবেই ধরে নিচ্ছেন বিশ্লেষকেরা। অন্যদিকে সাব্বিব রহমান জাতীয় দলের আশেপাশেও নেই। মাঠ ও মাঠের বাইরে নিয়মিত বিতর্কের জন্ম দিয়ে যাওয়া এই ক্রিকেটার আদৌ আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন কিনা- তা নিয়ে সংশয় আছে।

মন্তব্য করুন: