অ্যাশেজ নিয়ে বেয়ারস্টোর ব্যঙ্গাত্মক ছবি অস্ট্রেলিয়ার শিল্পীর

৭ ফেব্রুয়ারি ২০২৪

অ্যাশেজ নিয়ে বেয়ারস্টোর ব্যঙ্গাত্মক ছবি অস্ট্রেলিয়ার শিল্পীর

টেস্ট ক্রিকেটের সবচেয়ে পুরোনো ও ঐতিহ্যবাহী দ্বৈরথ হলো অ্যাশেজ সিরিজ। সাদা পোশাকের ক্রিকেটে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার এই মর্যাদার লড়াইয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছিল ২০২৩ সালের সিরিজে। লর্ডস টেস্টে ইংলিশ ব্যাটার জনি বেয়ারস্টোর স্ট্যাম্পিং নিয়ে সে সময় সরগরম হয়ে উঠেছিল দুই দেশের গণমাধ্যম। এবার সেই ম্যাচের সাত মাস পর বেয়ারস্টো ও ব্রিটিশ গণমাধ্যম ব্যক্তিত্ব পিয়ার্স মরগানকে নিয়ে এক ব্যঙ্গাত্মক ছবি এঁকেছেন এক অস্ট্রেলিয়ান চিত্রশিল্পী।

ছবিতে দেখা যায়, এক হাতে বল এবং আরেক হাতে অ্যাশেজের ভস্মাধার নিয়ে বসে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তার দুই পাশে শিশুদের মতো দৈহিক গড়নে ডায়াপার পরে দাঁড়িয়ে আছেন বেয়ারস্টো ও মরগান। এই ব্যঙ্গাত্মক ছবি নিয়ে দুই দেশে আবারও শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। আর ‘লাইক টেকিং অ্যাশেজ ফর্ম অ্যা বেবি’ – শীর্ষক এই ছবিটি এঁকে আলোচনায় এসেছেন অস্ট্রেলিয়ান চিত্রশিল্পী জেমস ব্রেনান।

ব্রেনানের আঁকা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ২০২৩ অ্যাশেজ সিরিজ যেন আবারও নতুন করে উত্তেজনা ছড়াতে শুরু করেছে। লর্ডস টেস্টের যে ঘটনার প্রেক্ষাপটে এই ছবিটি আঁকা হয়েছে তা হলো – ক্যামেরন গ্রিনের বাউন্সারটা ‘ডাক’ করে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন বেয়ারস্টো। এই সুযোগে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি স্ট্যাম্প ভেঙে দিলে আউটের আবেদন জানায় অজিরা। নিয়ম অনুযায়ী বেয়ারস্টোকে আউট ঘোষণা করেন থার্ড আম্পায়ার। এই ঘটনায় অস্ট্রেলিয়ার কঠোর সমালোচনা করে ক্ষুব্ধ মরগান বলেন, “বেয়ারস্টোকে আউট করে অস্ট্রেলিয়া অলিখিতভাবে ক্রিকেটীয় চেতনা লঙ্ঘন করেছে।”

এই চিত্রকর্মটি প্রকাশিত হতেই অস্ট্রেলিয়ান এক সাংবাদিক ছবিটি এক্সে পোস্ট করে মরগানকে ট্যাগ করেন। যার রিপ্লেতে এই গণমাধ্যম ব্যাক্তিত্ব লেখেন,, “কিছু অহংকারী অস্ট্রেলিয়ান তাদের শৌচাগারের দেয়ালে ছবিটা যেন টাঙাতে না পারে, তাই আমাকে এটা কিনতে হতে পারে।”

মন্তব্য করুন: