পানি ভেবে বিষাক্ত তরল পান করা মায়াঙ্ক এখন সতর্ক

২০ ফেব্রুয়ারি ২০২৪

পানি ভেবে বিষাক্ত তরল পান করা মায়াঙ্ক এখন সতর্ক

বিমানে পানি ভেবে কোনো বিষাক্ত তরল পান করা ভারতের ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়াল এখন সুস্থ। গত মাসের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে মায়াঙ্ক এখন অনেক সচেতন। তিনি খাবার পানির বোতল সঙ্গে নিয়ে বেড়ান। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন এই তথ্য।

ইনস্টাগ্রামে স্টোরিতে একটি পানির বোতল হাতে নিজের ছবি পোস্ট করে মায়াঙ্ক লিখেছেন, কোনো ঝুঁকি নেওয়া যাবে না। এর মাধ্যমে মায়াঙ্ক যেন ঘোষণা দিলেন, তিনি বাইরের কোনো পাত্র থেকে আর পানি পান করবেন না।

গত মাসে ত্রিপুরা থেকে রঞ্জির ম্যাচ খেলে ফেরার পথে অসুস্থ হয়ে পড়েছিলেন মায়াঙ্ক। বিমানে নিজের আসনের সামনে রাখা একটি পাউচ থেকে বিমান পরিস্কার করার কোনো তরল পদার্থ তিনি খেয়ে ফেলেছিলেন। কয়েক মিনিটের মধ্যে তার গলায় অস্বস্তি শুরু হয়। সেই সঙ্গে বমি পায়। বিমানবন্দরের চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

ওই সময় পশ্চিম ত্রিপুরার এসপি কিরণ কুমার বলেছিলেন, বিমানের কোনো কর্মী বিমান পরিস্কারের তরল ভুলবশত আসনের সামনে ফেলে রেখে গিয়েছিলেন। সেটাই পানি ভেবে পান করে অসুস্থ হয়ে পড়েন মায়াঙ্ক। তার ম্যানেজার বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করেছেন।

মন্তব্য করুন: