প্রথমবারের মতো স্টেডিয়ামের বাইরে অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠান

২৫ জুলাই ২০২৪

প্রথমবারের মতো স্টেডিয়ামের বাইরে অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠান

বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিকস এলেই মানুষের বাড়তি আগ্রহ থাকে এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে। করোনা মহামারীর কারণে গত আসরে সেই আয়োজনে ভাটা পড়েছিল। তবে এবার প্যারিস আসরে থাকছে জমকালো আয়োজনের। এবারই প্রথম অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠান হবে স্টেডিয়ামের বাইরে, প্যারিসের সেন নদী এর পাড়ে।

বুধবার ফুটবল রাগবি দিয়ে প্যারিস অলিম্পিকের মাঠের লড়াই শুরু হলেও গেমসের আনুষ্ঠিক উদ্বোধন হবে শুক্রবার। ১৯ দিনের আসরে এবার লড়াই হবে ৩১৯টি স্বর্ণ পদকের। ইতোমধ্যেই আয়োজকরা প্রতিশ্রুতি দিয়েছে, এবার এমন কিছু করা হবে, যা আগে কখনও দেখা যায়নি।

সাধারণত প্রতিটি অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশের অ্যাথলেটরা স্টেডিয়ামের ট্র্যাকে কুচকাওয়াজ করেন। তবে এবার ট্র্যাকের বদলে তারা অলিম্পিকসে অংশ নেবেন নৌকায় করে। সেন নদীতে সুসজ্জিত নৌকায় হাজার হাজার অ্যাথলেট ভেসে বেড়াবেন।

এই যাত্রায় অ্যাথলেট পারফরমাররা নৌকায় পাড়ি দেবেন কিলোমিটার পথ। উস্তালিজ সেতু থেকে চলা শুরু করবে নৌকা। নটরডেম ক্যাথেড্রালের পাশ ঘেঁষে, আরও অনেক সেতু গেটওয়ের নীচ দিয়ে প্যারিসের দর্শনীয় নানা জায়গা ছুঁয়ে আইফেল টাওয়ারের কাছে শেষ হবে এই ভ্রমণ।

অ্যাথলেট থাকবেন সাড়ে ১০ হাজার। অ্যাথলেটদের বহনকারী নৌকাগুলোয় থাকবে ক্যামেরা। ফলে টিভি পর্দায় তাদেরকে আরও কাছ থেকে দেখা যাবে।

আয়োজকরা জানান, পুরো যাত্রাপথের আকাশ পানিতে থাকবে রঙের খেলা। পথে দুই ধারে নদীর তীরে, সেতুর ওপরে এবং চারপাশে নাচ-গানসহ থাকবে বিভিন্ন পারফরম্যান্স। তবে কোন কোন শিল্পীরা পারফর্ম করবেন, সেটি গোপন রাখা হয়েছে। পুরো অনুষ্ঠানের ১২টি ভাগ থাকবে। নৃত্যশিল্পী, সংগীতশিল্পীসহ সব মিলিয়ে প্রায় তিন হাজার পারফর্মার অনুষ্ঠানে অংশ নেবেন।

প্রায় ঘণ্টা ব্যাপী এই উদ্বোধনী অনুষ্ঠানের শুরু হবে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) আয়োজকরা বলছে, স্থানীয় সময় রাত ৯টা ৩৫ মিনিটে যখন সূর্যাস্তের সময় হবে, তখন আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় অংশটি দেখা যাবে।

এবারের প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন একশর বেশি দেশের সরকার রাষ্ট্রপ্রধান। নদীর তীর ধরে উদ্বোধনী আয়োজন উপভোগ করবেন লাখের বেশি দর্শক। পথের নানা জায়গায় থাকবে ৮০টি বিশালাকৃতির স্ক্রিন।

আয়োজক কমিটিরা জানান, লাখ হাজার দর্শকক টিকেট কেটে এই অনুষ্ঠান দেখতে পারবেন। এছাড়া আরও লাখ ২২ হাজার দর্শক বিনামূল্যে নদীর তীর থেকে উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পারবেন।

মন্তব্য করুন: