প্যারিস অলিম্পিকস
৪০০ মিটার ফ্রিস্টাইলে মের্টেন্স ও টিটমাসের সোনা
২৮ জুলাই ২০২৪
প্যারিস অলিম্পিকসের সুইমিংয়ে শুরু হয়ে গেল পদকের লড়াই। শনিবার সকালে হিটের পর রাতে হয় ৪০০ মিটার ফ্রিস্টাইলের ফাইনাল। ছেলেদের ইভেন্টে সোনা জিতেছেন জার্মানির লুকাস মের্টেন্স। মেয়েদের ইভেন্টে অলিম্পিক শিরোপা ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার অ্যারিয়ান টিটমাস।
২২ বছর বয়সী মের্টেন্স ৩ মিনিট ৪১.৭৮ সেকেন্ড সময় নিয়ে পেছনে ফেলেন অস্ট্রেলিয়ার অ্যালাইজা উইনিংটনকে। প্যারিস অলিম্পিকে এটাই জার্মানির প্রথম সোনার পদক। ব্রোঞ্জ জিতেছেন দক্ষিণ কোরিয়ার কিম উ-মিন।
মেয়েদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে বিশ্বরেকর্ডের মালিক ২৩ বছর বয়সী টিটমাস শুরু থেকে শেষ পর্যন্ত এগিয়ে থেকে ৩ মিনিট ৫৭.৪৯ সেকেন্ড সময় নিয়ে নিজের দ্বিতীয় অলিম্পিক সোনার পদকটি জেতেন।
কানাডার ১৭ বছর বয়সী সামার মেকিনটশ হন দ্বিতীয়। যুক্তরাষ্ট্রের তারকা সাঁতারু কেটি লেডিকি এবার জেতেন ব্রোঞ্জ। টোকিওতে গত অলিম্পিকে টিটমাসের পেছনে থেকে রৌপ্য জিতেছিলেন সাতটি সোনাজয়ী এই সাঁতারু।
৩ মিনিট ২৮.৯২ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিক রেকর্ড গড়ে মেয়েদের ৪*১০০ মিটার ফ্রিস্টাইল রিলের সোনা জেতেন অস্ট্রেলিয়ার মেয়েরা। যুক্ত্ররাষ্ট্র রৌপ্য ও চীন ব্রোঞ্জ জেতে।
রাতে সুইমিংয়ের শেষ ফাইনালে ছেলেদের ৪*১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে অস্ট্রেলিয়ার সাঁতারুদের পেছনে ফেলে সোনা জেতে যুক্তরাষ্ট্র। ব্রোঞ্জ পদক পায় ইতালি।
মন্তব্য করুন: