আর্চারিতে নাটকীয়তার পর সোনা কোরিয়ার মেয়েদের

২৮ জুলাই ২০২৪

আর্চারিতে নাটকীয়তার পর সোনা কোরিয়ার মেয়েদের

প্যারিস অলিম্পিকসে মেয়েদের দলগত আর্চারির ফাইনালে ইতিহাস প্রায় গড়েই ফেলেছিল চীন। কিন্তু শেষ পর্যন্ত স্নায়ুর চাপ ধরে রেখে শুট-অফে জিতে অলিম্পিক সোনা ধরে রেখেছে দক্ষিণ কোরিয়ার মেয়েরা।

চার সেটের প্রথম দুই সেট জিতে কোরিয়ার মেয়েরা নির্ভারই ছিল। পরের দুই সেটের একটাতে ড্র করতে পারলেই চলতো। কিন্তু ঘুরে দাঁড়িয়ে পরের দুই সেট জিতে ফাইনালকে তিন তিরের শুট-অফে নিয়ে যায় চীন।

শুট-অফে দুই দলের তিন জন করে আর্চার একবার করে তির মারতে পারেন। কোরিয়ার মেয়েরা ১০, ১০ -এর বৃত্তে তির গেথে পায় ২৯ পয়েন্ট। চীন তুলতে পারে ২৭।

সেমি-ফাইনালে নেদারল্যান্ডসকে হারাতেও শুট-অফ পর্যন্ত যেতে হয়েছিল কোরিয়ার মেয়েদের।

মন্তব্য করুন: