ব্যক্তিগত মিডলেতে ফ্রান্সের মারশঁর অলিম্পিক রেকর্ড

২৯ জুলাই ২০২৪

ব্যক্তিগত মিডলেতে ফ্রান্সের মারশঁর অলিম্পিক রেকর্ড

সুইমিংয়ের অন্যতম কঠিন ইভেন্ট ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ফ্রান্সকে সোনা এনে দিয়েছেন লিওঁ মারশঁ। নিজেরই গড়া বিশ্ব রেকর্ড একটুর জন্য পেছনে ফেলতে না পারলেও গড়েছেন নতুন অলিম্পিক রেকর্ড।

প্যারিস অলিম্পিক্সে রোববার রাতে ১০০ মিটার করে বাটারফ্লাই, ব্যাকস্ট্রোক, ব্রেস্টস্ট্রোক আর ফ্রিস্টাইলে অন্যদের চেয়ে ঢের এগিয়ে থেকে সাঁতার শেষ করেন মারশঁ। সময় নেন ৪ মিনিট ২ দশমিক ৯৫ সেকেন্ড, যা দ্বিতীয় স্থানে থাকা জাপানের মাতসুশিতা তোমোউকির টাইমিংয়ের চেয়ে ৫ সেকেন্ড কম। যুক্তরাষ্ট্রের কার্সন ফস্টার পান ব্রোঞ্জ।

মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জেতেন যুক্তরাষ্ট্রের টরি হাস্কমেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে চমক দেখিয়ে এই ইভেন্টের ফেভারিট স্বদেশী গ্রেচেন ওয়ালশকে মাত্র দশমিক ০৪ সেকেন্ডের ব্যবধানে পেছনে ফেলে সোনা জেতেন যুক্তরাষ্ট্রের টরি হাস্ক। চীনের শং ইউফি পান ব্রোঞ্জ।

ছেলেদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জেতেন ইতালির নিকোলো মার্তিনেংগি। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতা এই সাঁতারু পেছনে ফেলেন এই ইভেন্টে গত দুই আসরের সোনা জয়ী যুক্তরাজ্যের অ্যাডাম পিটিকে। পিটির সমান সময় নিয়ে যৌথভাবে রৌপ্য পান যুক্তরাষ্ট্রের নিক ফিংক।

মন্তব্য করুন: