অলিম্পিকে জোকোভিচের কাছে পাত্তাই পেলেন না নাদাল

২৯ জুলাই ২০২৪

অলিম্পিকে জোকোভিচের কাছে পাত্তাই পেলেন না নাদাল

প্যারিস অলিম্পিক টেনিসের একক ইভেন্টের দ্বিতীয় রাউন্ডেই মুখোমুখি হয়েছিলেন এক সময়ের দুই চিরপ্রতিদ্বন্দ্বী নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল। চোটের ধাক্কা সামলে লম্বা সময় পর কোর্টে ফেরা নাদালের জন্য লড়াইটা যে কঠিন হবে তা জানত সবাই। তবে তার প্রিয় ক্লে কোর্টে ম্যাচ হওয়ায় কিছুটা আশায় ছিলেন সমর্থকরা। কিন্তু সব প্রত্যাশা ভেঙে দিয়ে স্প্যানিশ তারকাকে সরাসরি সেটে হারিয়ে অধরা অলিম্পিক সোনা জয়ের স্বপ্ন পূরণে আরও একধাপ এগিয়ে গেলেন জোকোভিচ।

সোমবার রোলাঁ গাঁরোয় নাদালকে ৬-১, ৬-৪ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে ওঠেন সার্বিয়ান তারকা। 

২০০৮ সালে বেইজিং অলিম্পিকসের একক ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন নাদাল। পুরুষ এককে দ্বিতীয় সর্বোচ্চ ২২টি গ্র্যান্ড স্ল্যামও তার। এর মধ্যে রোলাঁ গাঁরোয় ফ্রেঞ্চ ওপেনই জিতেছেন রেকর্ড ১৪বার। তবে এদিন জকোভিচের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেননি ৩৮ বছর বয়সী এই তারকা।

প্রথম সেটে বাস্তবিক অর্থেই কোনো চ্যালেঞ্জ জানাতে পারেননি তিনি। দ্বিতীয় সেটের শুরুতেও নাদাল পিছিয়ে পড়েন ০-৪ গেমে। এরপর ঘুরে দাঁড়িয়ে পরপর চার গেমে জিতে অবিশ্বাস্য কিছুর আভাস দেন। কিন্তু পরের দুই গেম জিতে জয় নিশ্চিত করেন জোকোভিচ।

নাদালের সোনা জেতার আসরে ব্রোঞ্জ নিয়ে আসর শেষ করেছিলেন জোকোভিচ। ক্যারিয়ারে রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতলেও এখন পর্যন্ত তার অপূর্ণতা অলিম্পিকে স্বর্ণপদক। ৩৭ বছর বয়সে সেই লক্ষ্যে বেশ ভালোভাবেই ছুটছেন তিনি।

মন্তব্য করুন: