টিটমাসকে ডাবল জিততে দিলেন না ওক্যালাহ্যান
৩০ জুলাই ২০২৪
টোকিও অলিম্পিকের ৪০০ মিটার ফ্রিস্টাইলের সোনা প্যারিসে এসে ধরে রেখেছিলেন অ্যারিয়ান টিটমাস। কিন্তু ২০০ মিটারের শিরোপা ধরে রাখতে পারলেন না অস্ট্রেলিয়ার তারকা এই সাঁতারু। তাকে পেছনে ফেলে সোনা জিতেছেন তারই স্বদেশি ও অনুশীলনের সঙ্গী মলি ওক্যালাহ্যান।
প্যারিসে সোমবার রাতে সুইমিংয়ের শেষ ইভেন্ট মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইলে ১ মিনিট ৫৩ দশমিক ২৭ সেকেন্ড সময় নিয়ে টিটমাসের অলিম্পিক রেকর্ড ভেঙে দেন ওক্যালাহ্যান। তবে বিশ্বরেকর্ড টিটমাসের দখলেই রয়ে গেল। হংকংয়ের শিভন হহি জিতেছেন ব্রোঞ্জ।
মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জেতেন দক্ষিণ আফ্রিকার টাটিয়ানা স্মিথ।
এই ইভেন্টে টোকিও অলিম্পিকে রৌপ্য জিতেছিলেন তিনি। এটা অলিম্পিকে স্মিথের দ্বিতীয় সোনা। টোকিও অলিম্পিকে ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে প্রথম সোনার পদক জিতেছিলেন তিনি।
৯৫ মিটার পর্যন্ত কিন্তু এগিয়ে ছিলেন চীনের তাং চিয়েনতিং। কিন্তু পুলের প্রান্ত ছোঁয়ার সময় দুর্দান্ত টাইমিং করে তাকে পেছনে ফেলেন স্মিথ। আয়ারল্যান্ডের মোনা ম্যাকশেরি পেয়েছেন ব্রোঞ্চ।
বিশ্বরেকর্ডের মালিক ও ব্রাজিলের রিও অলিম্পিকে সোনাজয়ী যুক্তরাষ্ট্রের লিলি কিং হয়েছেন পঞ্চম।
ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জেতেন এই ইভেন্টে বিশ্ব রেকর্ডের মালিক ইতালির তমাস চেকন।
চীনের শু জিয়াইউ পেয়েছেন রৌপ্য। অলিম্পিক রেকর্ডের অধিকারী ও চারটি সোনার মালিক যুক্তরাষ্ট্রের রায়ান মারফি এবার পেয়েছেন ব্রোঞ্জ।
মন্তব্য করুন: