গর্ভে ৭ মাসের সন্তান নিয়ে অলিম্পিকে মিশরের অ্যাথলেট

৩০ জুলাই ২০২৪

গর্ভে ৭ মাসের সন্তান নিয়ে অলিম্পিকে মিশরের অ্যাথলেট

পেশায় মূলত একজন চিকিৎসক। তবে প্যারিস অলিম্পিকে মিশরের নাদা হাফেজ অংশ নিয়েছেন ফেন্সিংয়ে। প্রথম ম্যাচে দারুণ জয়ের পর ২৬ বছর বয়সী এই অ্যাথলেটের যাত্রা থেমে গেছে দ্বিতীয় ম্যাচেই। কিন্তু বাদ পড়ার পরেই সবচেয়ে বড় চমকটা উপহার দিয়েছেন তিনি। নিজের তৃতীয় অলিম্পিকে তিনি একা নন, অংশ নিয়েছেন গর্ভে থাকা সাত মাসের সন্তান নিয়ে!

২০১৬ ও ২০২০ অলিম্পিকসের পর নিজের তৃতীয় আসরে অংশ নিতে প্যারিসে আসেন নাদা। র‌্যাঙ্কিংয়ে ৪১ নম্বরে থাকা মিশরের এই ফেন্সার নিজের প্রথম ম্যাচে হারিয়ে দেন ৭ নম্বরে থাকা যুক্তরাষ্ট্রের এলিজাবেথ তারতাকোভস্কিকে। তবে শেষ ষোলোতে তিনি হেরে যান কোরিয়ার জন হাইয়ংয়ের কাছে।

বিদায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে বিশ্ববাসীকেই চমকে দেন নাদা। ইনস্টাগ্রামে এই ফেন্সার লেখেন, পোডিয়ামে আপনারা দুজন খেলোয়াড়কে দেখলেও আসলে ছিল তিনজন! আমি, আমার প্রতিদ্বন্দ্বী ও পৃথিবীতে আসার অপেক্ষায় থাকা আমার ছোট্ট বাচ্চা!”

শেষ ষোলোতে জায়গা করে নিতে পেরে নিজের দারুণ গর্বের কথা জানাতে পোস্ট লিখছি। এবারের অলিম্পিক আমার জন্য আলাদা। আমি তিনবারের অলিম্পিয়ান, কিন্তু এবার বয়ে নিয়েছি ছোট্ট এক অলিম্পিয়ানকেও!”

পোস্টে তার স্বামী ও পরিবারকে ধন্যবাদ জানিয়ে ২৬ বছর বয়সী এই তারকা বলেন, আমি সৌভাগ্যবান, আমার সঙ্গী (স্বামী ইব্রাহিম ইহাব) ও পরিবারের বিশ্বাস পেয়েছি বলে এতদূর আসতে পেরেছি।”

মন্তব্য করুন: