নদীতে দূষণের কারণে অলিম্পিকসের ইভেন্ট স্থগিত

৩০ জুলাই ২০২৪

নদীতে দূষণের কারণে অলিম্পিকসের ইভেন্ট স্থগিত

সাঁতার, সাইক্লিং ও দৌড় – এই তিনটির লড়াই মিলে অনুষ্ঠিত হয় ট্রায়াথলন। অলিম্পিকসের ইভেন্টটিতে অংশ নিতে তৈরিই ছিল প্রতিযোগীরা। তবে প্যারিসের সেন নদীর পানির দূষণের মাত্রা বেশি থাকায় আপাতত ছেলেদের এই ইভেন্টটি স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার এই ছেলেদের ট্রায়াথলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এদিনই তা স্থগিত করার বিষয়ে ওয়ার্ল্ড ট্রায়াথলনের সঙ্গে যৌথ বিবৃতি দেয় আয়োজকরা।

বিবৃতিতে জানানো হয়, দূষণের মাত্রা কমলে বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে এই ইভেন্ট শুরু হবে। অবশ্য তার আগে সকাল ৮টায় হবে মেয়েদের ট্রায়াথলন।

অলিম্পিকসের ট্রায়াথলনে প্রতিযোগীদের সাঁতার কাটতে হয় দেড় কিলোমিটার। এরপর ৪০ কিলোমিটার সাইক্লিংয়ের পর ১০ কিলোমিটার দৌড় দিয়ে ইভেন্টটি শেষ হয়।

আয়োজকরা জানায়, গত শুক্র ও শনিবার প্যারিসে প্রবল বৃষ্টিপাতের কারণে সেন নদীর পানি নোংরা হয়েছে।

বুধবার পানির অবস্থার উন্নতি না হলে ছেলে ও মেয়েদের দুটি ইভেন্টই চলে যাবে রিজার্ভ ডে হিসেবে রাখা শুক্রবারে। তবে সেদিনও যদি পানির মানের উন্নতি না হয়, তাহলে সাঁতারকে বাদ দিয়ে এই ইভেন্টটি আয়োজন করা হবে। ফলে সাইক্লিং ও দৌড় থেকেই বিজয়ী নির্ধারিত হবে।

আগামী সোমবার এখানেই মিক্সড ট্রায়াথলন ইভেন্ট হওয়ার কথা রয়েছে। সেটির জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে পরদিন।

সেন নদীর দূষণ নিয়ে আলোচনা হয়ে আসছে আসর শুরুর বেশ আগে থেকেই। প্যারিস অলিম্পিকসের জন্য নদীর বর্জ্য নিষ্কাশন ব্যবস্থার উন্নতির জন্য ১৪০ কোটি ইউরো খরচ করা হয়েছে।

মন্তব্য করুন: