সোনা ধরে রাখলেন ম্যাকিওন

৩১ জুলাই ২০২৪

সোনা ধরে রাখলেন ম্যাকিওন

মেয়েদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে অলিম্পিক শিরোপা ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ক্যাইলি ম্যাকিওন। ৫৭ দশমিক ৩৩ সেকেন্ড সময় নিয়ে গড়েছেন নতুন অলিম্পিক রেকর্ড।

প্যারিস অলিম্পিক গেমসে মঙ্গলবার সুইমিংয়ের চতুর্থ দিনের প্রথম ফাইনাল ইভেন্টে ম্যাকিওন পেছনে ফেলেছেন বিশ্ব রেকর্ডের মালিক যুক্তরাষ্ট্রের রেগান স্মিথকে। যুক্তরাষ্ট্রের আরেক সাঁতারু ক্যাথেরিন বেরকফ পেয়েছেন ব্রোঞ্জ।

ছেলেদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছেন আয়ারল্যান্ডের ড্যানিয়েল উইফেন। ৭ মিনিট ৩৮ দশমিক ১৯ সেকেন্ড সময় নিয়ে গড়েছেন নতুন অলিম্পিক রেকর্ডও। নর্দান আয়ারল্যান্ডের এই অ্যাথলেট অলিম্পিকে আয়ারল্যান্ডের পতাকাতলে খেলছেন।

যুক্তরাষ্ট্রের ববি ফিংক মাত্র দশমিক ৫৬ সেকেন্ড পিছিয়ে থেকে হয়েছেন দ্বিতীয়। ইতালির গ্রেগরিও পালত্রিনিয়েরি পেয়েছেন ব্রোঞ্জ।

মন্তব্য করুন: