মারশঁর চতুর্থ সোনা, ম্যাকিওনের ডাবল-ডাবল
৩ আগস্ট ২০২৪
প্যারিস অলিম্পিক গেমসে ফ্রান্সের সবচেয়ে বড় তারকা লিওঁ মারশঁ তুলে নিয়েছেন আসরে নিজের চতুর্থ সোনা। ছেলেদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলিতে ভেঙে গিয়েছেন সুইমিং গ্রেট মাইকেল ফেলপসের অলিম্পিক রেকর্ড।
শুক্রবার রাতে স্বাগতিক দর্শকদের প্রবল গর্জনের মধ্যে ১ মিনিট ৫৪ দশমিক ৬ সেকেন্ডে সাঁতার শেষ করে হাতের চার আঙ্গুল উচিয়ে ধরেন মারশঁ। আগের অলিম্পিক রেকর্ড সর্বকালের সেরা অলিম্পিক সুইমার ফেলপস গড়েছিলেন ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে।
২২ বছর বয়সী এই তারকা গত রোববার ৪০০ মিটার ব্যক্তিগত মেডলি জেতার পর বুধবার ২০০ মিটার বাটারফ্লাই ও ব্রেস্টস্ট্রোকের সোনা জিতেছিলেন।
গ্রেট বৃটেনের তারকা সুইমার ডানকান স্কট জিতেছেন রৌপ্য। চীনের ওয়াং সুন পেয়েছেন ব্রোঞ্জ।
আরেকটি সোনার জন্য শনিবার ৪*১০০ মিটার মেডলি রিলেতে সতীর্থদের সঙ্গে পুলে নামবেন মারশঁ।
মেয়েদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকের পর শুক্রবার ২০০ মিটার ব্যাকস্ট্রোকেরও সোনা জিতেন অস্ট্রেলিয়ার ক্যাইলি ম্যাকিওন। টোকিও অলিম্পিকেও এই দুই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন ২৩ বছর বয়সী এই সুইমার। টোকিওতে পেয়েছিলেন ৪*১০০ মিটার মেডলি রিলেও সোনাও।
২ মিনিট ৩ দশমিক ৭৩ সেকেন্ড সময় নিয়ে নতুন অলিম্পিক রেকর্ডও গড়েন এই ইভেন্টে বিশ্ব রেকর্ডের মালিক ম্যাকিওন।
যুক্তরাষ্ট্রের রেগান স্মিথ রৌপ্য ও কানাডার কাইলি মাস পেয়েছেন ব্রোঞ্জ।
শুক্রবার সুইমিংয়ের প্রথম ফাইনালে ছেলেদের ৫০ মিটার ফ্রিস্টাইলে সোনা জেতেন অস্ট্রেলিয়ার ক্যামেরন ম্যাকেভয়। সময় নিয়েছেন ২১ দশমিক ২৫ সেকেন্ড।
গ্রেট ব্রিটেনের বেন্জামিন প্রাউড রৌপ্য ও ফ্রান্সের ফ্লোরোঁ মানাদু পেয়েছে ব্রোঞ্জ।
গতবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের সেলেব ড্রেসেল হন ষষ্ঠ।
মন্তব্য করুন: